চিত্রনায়ক নিরবের সঙ্গে ফটোশ্যুটের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনে যাত্রা শুরু করলেন নতুন মুখ ইভা চৌধুরী। জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ভাসাভির নতুন কালেকশনের জন্য পরিচালিত এক্সক্লুসিভ ফটোশ্যুটে অংশ নিয়ে দ্রুতই আলোচনায় উঠে এসেছেন এই তরুণী মডেল। শিগগিরই ফটোশ্যুটের ছবি প্রকাশ পাবে বাইফা ম্যাগাজিনে, যা শোবিজপ্রেমীদের মধ্যে বিশেষ আগ্রহ সৃষ্টি করবে।
দীর্ঘদিন ধরে ভাসাভির শুভেচ্ছাদূত হিসেবে কাজ করছেন নিরব। তিনি এর আগে কলকাতা ও দেশের বহু প্রসিদ্ধ অভিনেত্রী ও মডেলের সঙ্গে কাজ করলেও এবারই প্রথম নতুন মডেল ইভা চৌধুরীকে নিয়ে ফটোশ্যুট করলেন। বাইফা ম্যাগাজিনের এই বিশেষ শুটের প্রস্তাব পেয়ে নিরব জানালেন, “ইভা নতুন হলেও কাজের প্রতি তার মনোযোগ এবং নিষ্ঠা প্রশংসনীয়। ধারাবাহিক পরিশ্রম করলে শোবিজে ভালো অবস্থান গড়ে তুলতে পারবে সে।”
ফটোশ্যুটটি পরিচালনা করেছেন খ্যাতনামা ফ্যাশন কোরিওগ্রাফার ইমু হাশমি এবং মেকআপ করেছেন সাজ্জাদ হোসেন পিয়াস। তাদের পেশাদারিত্ব ও শিল্পীর দক্ষতায় ফটোশ্যুটটি হয়ে উঠেছে দৃষ্টিনন্দন ও প্রশংসিত।
ইভা চৌধুরী বলেন, “শোবিজে আসার প্রবল ইচ্ছা থেকেই মডেলিংয়ে হাত দিয়েছি। ক্যারিয়ারের শুরুতেই নিরব ভাইয়ের সঙ্গে কাজ করতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। ভবিষ্যতে ভালো প্রস্তাব পেলে নিয়মিত অভিনয় করতে চাই।”
নতুন মডেল হিসেবে ইভার এই আত্মপ্রকাশ শোবিজ জগতে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিচ্ছে। তার সামনে বড় পর্দায় সাফল্যের পথ উন্মুক্ত বলে মনে করছেন সংশ্লিষ্টরা।