Ridge Bangla

প্রতি মেশিনে কীটনাশক দ্বিগুণ করল ডিএসসিসি, জোরালো উদ্যোগ ডেঙ্গু দমনে

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. শাহজাহান মিয়া জানিয়েছেন, মশক নিধন ও ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে এডিস মশার বিস্তার রোধে ব্যবহৃত এডাল্টিসাইডিং কীটনাশকের পরিমাণ মেশিনপ্রতি দৈনিক ৩০ লিটার থেকে বাড়িয়ে ৬০ লিটারে উন্নীত করা হয়েছে।

বুধবার (৬ আগস্ট) ডিএসসিসি নগরভবনের মিলনায়তনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

প্রশাসক আরও বলেন, অঞ্চলভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতামূলক কর্মসূচি এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কার্যক্রম জোরদার করা হয়েছে। ডেঙ্গু প্রতিরোধে প্রতিটি অঞ্চলে ফোকাল পয়েন্ট কর্মকর্তা নিয়োগ এবং তদারকি টিম গঠন করা হয়েছে।

জলাবদ্ধতা সমস্যার সমাধানে বর্ষা মৌসুম শুরুর আগেই খাল, জলাশয় ও ড্রেন পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। জলাবদ্ধতার হটস্পটগুলো চিহ্নিত করে স্থায়ী সমাধানে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, নাগরিকদের প্রত্যাশিত ও সময়োপযোগী সেবা দিতে দক্ষ জনশক্তির প্রয়োজন। এজন্য ডিএসসিসির কর্মকর্তা-কর্মচারীদের যুগোপযোগী প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বছরে ৬০ জনঘণ্টা অভ্যন্তরীণ প্রশিক্ষণের পাশাপাশি সিফরসি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

এছাড়া, প্রশাসনিক কাজের গতিশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে ২০২৫-২৬ অর্থবছরের প্রথম প্রান্তিকের মধ্যে ডি-নথি (ডিজিটাল নথি ব্যবস্থাপনা) চালুর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরো পড়ুন