Ridge Bangla

গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্র গড়ার প্রত্যয় তারেক রহমানের

আসন্ন নির্বাচনের মাধ্যমে জনগণের রায়ে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক কল্যাণ রাষ্ট্রে রূপ দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (৮ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ১২ দলীয় সমমনা জোট, এলডিপি ও লেবার পার্টির নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই প্রত্যয় ব্যক্ত করেন।

তারেক রহমান বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতায় জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে ফ্যাসিবাদের পতন ঘটেছে। এখন নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠন এবং জনগণের কল্যাণ নিশ্চিত করতে হবে। তিনি জোটের নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান ও ভাইস-চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুসহ দলের সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।

সমমনা রাজনৈতিক দলের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়ক ও জাতীয় পার্টি (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামান হায়দার, এনপিপি চেয়ারম্যান ও সমমনা জোটের প্রধান সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ, এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমদ এবং বাংলাদেশ লেবার পার্টি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ। সভায় অংশ নেওয়া নেতারা আসন্ন নির্বাচনকে গণতান্ত্রিক ভবিষ্যৎ গঠনের সুযোগ হিসেবে উল্লেখ করে জাতীয় ঐক্যের ওপর গুরুত্ব আরোপ করেন। তারা জানান, পরিবর্তনের জন্য জনগণ প্রস্তুত, এখন প্রয়োজন সমন্বিত নেতৃত্ব ও সুস্পষ্ট কর্মপরিকল্পনা।

আরো পড়ুন