রাজশাহীর মোহনপুর উপজেলার দেশ কোল্ড স্টোরেজে (হিমাগার) অস্ত্রের মুখে নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের জিম্মি করে সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় প্রায় ১৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানা গেছে।
বুধবার (৬ আগস্ট) রাত ৩টার দিকে দেশ কোল্ড স্টোরেজের বিভিন্ন স্থানে ডাকাতির মাধ্যমে বৈদ্যুতিক যন্ত্রাংশ ও নগদ অর্থ লুটপাট করা হয়। ডাকাতদল ২০ থেকে ২৫ জনের সমন্বয়ে সংগঠিত ছিল। তারা স্টোরেজের ভেতরে প্রবেশ করে নিরাপত্তাকর্মী ও ১৮ জন শ্রমিককে অস্ত্রের মুখে বেঁধে রাখে। ডাকাতরা পাওয়ার হাউস, বিদ্যুৎ বিভাগ, প্রকৌশল বিভাগসহ স্টোরেজের বিভিন্ন জায়গা থেকে নতুন ও পুরাতন ধাতব মালামাল এবং যন্ত্রাংশ লুট করে নিয়ে যায়। শ্রমিকদের কাছে থাকা নগদ ১ লাখ ৮০ হাজার টাকাও ছিনিয়ে নেয় তারা।
দেশ কোল্ড স্টোরেজের ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান বলেন, “ডাকাতরা তালা ভেঙে বিভিন্ন যন্ত্রাংশ, গান মেটাল, জার্নাল বেয়ারিংসহ ওয়ার্কশপ হাউজের মালামাল নিয়ে পালিয়ে যায়। ভোরের দিকে এক শ্রমিক কৌশলে হাত খুলে মিলের হুইসেল বাজালে অন্যরা মুক্ত হয়।”
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয় এবং তদন্ত শুরু করা হয়েছে। এছাড়া ঘটনার সঙ্গে অভ্যন্তরীণ কোনো ব্যক্তির জড়িত থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ জানিয়েছে, দ্রুত সময়ের মধ্যে ঘটনার সত্যতা উদঘাটন এবং দায়ীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার প্রকৃত কারণ ও লুট হওয়া মালামালের সম্পূর্ণ পরিমাণ এখনও চূড়ান্ত হয়নি। তদন্ত অব্যাহত রয়েছে।