Ridge Bangla

আগামী নির্বাচনে জনগণ ও সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: সালাহউদ্দিন আহমেদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ‘জনগণ এবং সেনাবাহিনী’ সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাজধানীর গুলশানে নিজ বাসায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন।

সালাহউদ্দিন জানান, বর্তমানে পুলিশের কাঠামোতে হঠাৎ করে কোনো বড় পরিবর্তন আনা সম্ভব নয়, তবে নির্বাচনের নিরাপত্তায় পুলিশের সঙ্গে অন্য বাহিনীরও ভূমিকা থাকবে। বিজিবি, আনসারসহ বিভিন্ন বাহিনীকে নিয়োজিত করার পরিকল্পনা রয়েছে। সেনাবাহিনী সবচেয়ে বড় ভূমিকা পালন করবে এবং তারা এক লাখ সদস্যকে নিয়োজিত করার প্রস্তাব করছে।

তিনি আরও বলেন, জনগণ এবার স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন চাইছে, যেখানে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হয়ে আসবে। নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রার্থীদের মানসিকতা এবং ভোটারদের মনোভাবই মূল ফ্যাক্টর হবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ আগামী দিনে এই ইতিহাস সৃষ্টি করবে।

নির্বাচন কমিশনের গঠন ও সংশোধনী প্রসঙ্গে সালাহউদ্দিন বলেন, নির্বাচন কমিশন একতাবদ্ধভাবে গঠিত হয়েছে। ২৪১টি সংস্কার প্রস্তাব এসেছে, যার মধ্যে বেশির ভাগ ছোটখাটো পরিবর্তন। এই সংস্কার নির্বাচনের আগে বাস্তবায়িত হবে বলে আশা করা যায়।

তিনি বলেন, নিরপেক্ষ, স্বাধীন ও কার্যকর নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে বিএনপি কোনো জটিলতা সৃষ্টি করবে না। ডিলিমিটেশন বিষয়ে সংবিধান সংশোধনের প্রস্তাবেও তারা একমত।

সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, বিএনপি মধ্যপন্থার দল, তারা সব রাজনৈতিক দল ও জনগণের সঙ্গে আলাপ-আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি বাংলাদেশের রাজনীতিতে সৌহার্দ্যময় পরিবেশ গড়ে তোলার আকাঙ্ক্ষা ব্যক্ত করেন, যেখানে আদর্শিক পার্থক্য থাকলেও জাতীয় স্বার্থে সবাই একত্রিত হবে। তিনি বলেন, ইসলামপন্থি দলগুলো বাংলাদেশের রাজনীতির অংশ। গণতান্ত্রিক রাষ্ট্রে সকল মতাদর্শের সঙ্গে আলোচনা ও সমঝোতা করে আইন প্রণয়ন জরুরি।

আরো পড়ুন