Ridge Bangla

বক্স অফিসে ঝড় তুলেছে বিজয় দেবেরাকোন্ডার ‘কিংডম’

দীর্ঘ প্রতীক্ষার পর আজ মুক্তি পেয়েছে দক্ষিণী তারকা বিজয় দেবেরাকোন্ডার বহুল আলোচিত ছবি ‘কিংডম’। মুক্তির প্রথম দিনেই ছবিটি বক্স অফিসে ঝড় তুলেছে। মুক্তির আগে থেকেই টিকিট বুকিংয়ে যে উন্মাদনা দেখা গিয়েছিল, তা ছবির মুক্তির পর স্পষ্টভাবে ধরা পড়েছে টিকিট বিক্রির পরিসংখ্যানে।

মুক্তির আগেই মাত্র ২৪ ঘণ্টায় অনলাইনে বিক্রি হয়ে গেছে ৩০ হাজারেরও বেশি আসন। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, টিকিট বিক্রি শুরু হতেই দেশের প্রায় সব বড় বুকিং প্ল্যাটফর্মে ‘কিংডম’ ট্রেন্ডিংয়ের শীর্ষে উঠে আসে।

সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডার সাম্প্রতিক কয়েকটি ছবি বক্স অফিসে আশানুরূপ সাড়া না পেলেও, ‘কিংডম’ তার জন্য এক দুর্দান্ত প্রত্যাবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

শুধু ভারতে নয়, আন্তর্জাতিক বাজারেও ছবিটির আগাম বুকিং চোখে পড়ার মতো। বিশ্বব্যাপী দর্শকদের এই উন্মাদনা দেখে নির্মাতারা আগামী ৩০ জুলাই এক বিশাল প্রিমিয়ার শো আয়োজনের পরিকল্পনা করেছেন।

গ্যাংস্টার ড্রামা ঘরানার ‘কিংডম’ দুই ভাইয়ের সম্পর্কের গভীর আবেগঘন গল্পকে কেন্দ্র করে নির্মিত। আকর্ষণীয় সংলাপ, টানটান আবহ সংগীত ও চিত্তাকর্ষক অ্যাকশন দৃশ্য ইতোমধ্যেই দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।

সিতারা এন্টারটেইনমেন্টসের ব্যানারে নির্মিত এ ছবিটি পরিচালনা করেছেন গৌতম তিন্নানুড়ি। বিশেষজ্ঞদের ধারণা, প্রথম সপ্তাহেই ‘কিংডম’ বক্স অফিসে রেকর্ড গড়তে পারে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন