বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি ক্যাটরিনা কাইফ ও ভিকি কৌশলকে শেষবার একসঙ্গে দেখা গিয়েছিল মার্চ মাসে একটি বিয়ের প্রীতিভোজে। সেখানে ক্যাটরিনার হাতে ভিকির নামের উল্কি অনুরাগীদের দৃষ্টি কাড়ে। এরপর কেটে গেছে তিন মাসেরও বেশি সময়। অবশেষে ফের একসঙ্গে প্রকাশ্যে এলেন এই তারকা জুটি, আর তাতেই উস্কে উঠেছে ক্যাটরিনার মা হওয়ার গুঞ্জন।
সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, হাতে হাত রেখে হাঁটছেন ভিকি-ক্যাটরিনা। ভিকির পরনে সাদা শার্ট ও নীল ডেনিম, আর ক্যাটরিনার গায়ে ছিল ঢিলেঢালা সাদা কো-অর্ড সেট। এই পোশাকেই নেটিজেনদের চোখে লেগেছে নতুন ইঙ্গিত। অনেকেই দাবি করছেন, ক্যাটরিনা ইচ্ছাকৃতভাবে বেবিবাম্প আড়াল করার চেষ্টা করছেন। তার ধীরগতির হাঁটা নিয়েও কৌতূহল প্রকাশ করছেন অনেকে।
২০২১ সালের ডিসেম্বরে বিয়ের পর থেকে চার বছরের দাম্পত্যে একাধিকবার ক্যাটরিনার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন উঠেছে। গত বছর আম্বানি পরিবারের এক অনুষ্ঠানে তার পোশাক ও হাঁটাচলা নিয়েও একই ধরনের আলোচনা হয়েছিল।
সাম্প্রতিক সময়ে ক্যামেরা ও আলোচনার বাইরে রয়েছেন ক্যাটরিনা। হাতে নেই নতুন কোনো ছবির ঘোষণাও। ফলে এবার গুঞ্জন যেন আরও জোরাল হয়েছে। ভক্তরা এখন মুখিয়ে আছেন আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
ক্যাটরিনা ও ভিকির সংসারে নতুন সদস্য আসছে কিনা, তা সময়ই বলে দেবে। তবে বলিউডে এই মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্যাটরিনা কাইফই।