Ridge Bangla

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফারাবীকে হাইকোর্টের জামিন

ব্লগার ও লেখক অভিজিৎ রায় হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া শফিউর রহমান ফারাবী হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। ৩০ জুলাই (বুধবার) বিচারপতি জাকির হোসেন ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বিত হাইকোর্ট বেঞ্চ এ রায় প্রদান করেন।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৬ ফেব্রুয়ারি ঢাকার টিএসসি এলাকায় জনসম্মুখে কুপিয়ে হত্যা করা হয় বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়কে। এ ঘটনায় দায়ের করা মামলার রায়ে ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনাল ২০২১ সালের ১৬ ফেব্রুয়ারি পাঁচজনকে মৃত্যুদণ্ড ও শফিউর রহমান ফারাবীকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন। ওই রায়ের বিরুদ্ধে ফারাবী একই বছর আপিল করেন, যা শুনানির জন্য গ্রহণ করে হাইকোর্ট।

ফারাবীর জামিন আবেদনের শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান এবং তার সহকারী মুহাম্মদ হুজ্জাতুল ইসলাম খান। শুনানি শেষে আদালত ফারাবীকে অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

তবে কতদিনের জন্য জামিন দেওয়া হয়েছে তা জানতে চাইলে আইনজীবী হুজ্জাতুল ইসলাম জানান, লিখিত আদেশ পাওয়ার পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

জামিনের পক্ষে উপস্থাপিত যুক্তিতে বলা হয়, মামলার চার আসামি নিজেদের দায় স্বীকার করে জবানবন্দি দিলেও, কারো বয়ানে ফারাবীর নাম উঠে আসেনি। এমনকি সাক্ষ্যপ্রমাণেও তার সম্পৃক্ততার সুস্পষ্ট ইঙ্গিত নেই। তদন্ত কর্মকর্তার সাক্ষ্য ছাড়া অন্য কোনও সাক্ষী তার বিরুদ্ধে অভিযোগ আনেননি। ইতিমধ্যে ২০১৫ সাল থেকে ফারাবী কারাগারে রয়েছেন, যা দীর্ঘমেয়াদি আটক হিসেবেই বিবেচ্য।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন