টালিউড অভিনেত্রী রিয়া গাঙ্গুলি ও তার স্বামী অরিন্দম চক্রবর্তীর দাম্পত্য জীবনে টানাপোড়েন নতুন মাত্রা পেয়েছে। বিবাহবিচ্ছেদের পথে থাকা এই দম্পতির মধ্যে ফের উত্তেজনা সৃষ্টি হয়েছে, যখন রিয়া স্বামীর বিরুদ্ধে পরকীয়ার প্রমাণ সংগ্রহ করে তা পুলিশের হাতে তুলে দিয়েছেন।
হাওড়ায় যৌথ মালিকানাধীন ফ্ল্যাটে গিয়ে অসুস্থ শাশুড়িকে দেখতে যাওয়া রিয়া বেডরুমে গিয়ে এমন দৃশ্যের মুখোমুখি হন, যা তার জন্য ছিল অত্যন্ত বেদনাদায়ক। ঘরে প্রেমিকার সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের স্পষ্ট চিহ্ন পেয়ে তিনি শ্বশুরবাড়ি ও এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানতে পারেন, ওই মেয়েটির অবাধ যাতায়াত এবং শ্বশুরমশাইয়েরও এতে সংশ্লিষ্টতা রয়েছে।
রিয়া অভিযোগ করেন, ২০২৩ সাল থেকে অরিন্দম ওই মহিলার বাড়িতে যাতায়াত শুরু করেন এবং একই সময়ে স্বামী ও প্রেমিকার পক্ষ থেকে তার ওপর মানসিক অত্যাচার শুরু হয়। তিনি প্রমাণ হিসেবে একটি পুরোনো মোবাইল ফোন পুলিশের কাছে জমা দিয়েছেন।
এছাড়া, রিয়া আরও জানান, অরিন্দম তার বিরুদ্ধে ফোন চুরির মিথ্যা অভিযোগ তুলে তার পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছেন। প্রাণনাশের হুমকি, দরজা ভাঙার চেষ্টা এবং অর্থের মাধ্যমে তার পরিবারকে প্রভাবিত করার চেষ্টার অভিযোগও তোলেন তিনি।
দাম্পত্য জীবনের এই সংকটে রিয়া জানিয়েছেন, প্রয়োজনে তিনি আইনি পদক্ষেপ নিতে প্রস্তুত। উল্লেখ্য, রিয়া ‘বরবাদ’ ছবিতে বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন এবং সম্প্রতি বলিউডেও কাজ করেছেন।