Ridge Bangla

কুষ্টিয়ার ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে ছিঁড়ে পড়া বিদ্যুতের তারে জড়িয়ে মর্মান্তিকভাবে মা ও ছেলের মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৪টার দিকে চাঁদগ্রামের ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—বিপ্লব সরদার (৩৬) এবং তার মা জোসনা খাতুন (৫২)। তারা স্থানীয় বাসিন্দা হাবিল সদ্দারের ছেলে ও স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পাওয়ার টিলার চালিয়ে মাঠে কাজ শেষে বাড়ি ফিরছিলেন বিপ্লব। পথিমধ্যে নিজেদের মুরগির খামারের পাশে একটি ছিঁড়ে পড়া বিদ্যুতের তার তার টিলারের গায়ে লাগে। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান এবং চিৎকার শুরু করেন।

চিৎকার শুনে পাশে থাকা মা জোসনা খাতুন ছুটে এসে ছেলেকে উদ্ধার করতে গিয়ে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা দ্রুত তাদের উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি দুজনকেই মৃত ঘোষণা করেন। এই দুর্ঘটনায় পুরো গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে। প্রতিবেশীরা নিহতদের শেষ দেখা দেখতে ভিড় করেন এবং পরিবেশ ভারী হয়ে ওঠে কান্নায়।

ভেড়ামারা থানার ওসি আবদুর রব তালুকদার বলেন, “এটি একটি দুঃখজনক দুর্ঘটনা। পরিবারটির নিজস্ব মুরগির খামারের বিদ্যুৎ লাইনের ছিঁড়ে পড়া তার থেকেই এই ঘটনা ঘটে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং তদন্ত শুরু হয়েছে।”

স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ বিভাগের গাফিলতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং ঝুঁকিপূর্ণ তারগুলো দ্রুত সরিয়ে নিতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন