রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন কলেজ ক্যাম্পাস আগামী রোববার (৩ আগস্ট) সীমিত আকারে খুলছে, তবে পাঠদান কার্যক্রম চালু হবে না। কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে, শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ফিরিয়ে আনা এবং স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শনিবার (২ আগস্ট) সন্ধ্যায় কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল এক বিবৃতিতে জানান, “বিমান দুর্ঘটনার পর পুরো ক্যাম্পাস এক হৃদয়বিদারক পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এই অবস্থায় শিক্ষার্থীদের মানসিক উন্নয়নই আমাদের প্রধান অগ্রাধিকার।”
প্রথম পর্যায়ে নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য কলেজ আংশিকভাবে খোলা থাকবে। শিক্ষার্থীরা রোববার ক্যাম্পাসে গিয়ে শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে সময় কাটাবে এবং দোয়া মাহফিলে অংশ নেবে। শিক্ষকরা শিক্ষার্থীদের সঙ্গে থেকে মানসিক কাউন্সেলিং চালিয়ে যাবেন।
এছাড়াও, বিমানবাহিনীর সহায়তায় ক্যাম্পাসে একটি চিকিৎসা ক্যাম্প পরিচালিত হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক স্বাস্থ্য সংক্রান্ত পরামর্শ পাচ্ছেন।
শাহ বুলবুল বলেন, “আমরা চাই শিক্ষার্থীরা ধাপে ধাপে তাদের হারানো ছন্দে ফিরুক। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের পারস্পরিক সহমর্মিতাই আমাদের সবচেয়ে বড় শক্তি।”
উল্লেখ্য, গত ২১ জুলাই বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ওপর বিধ্বস্ত হয়, এতে স্কুল শাখার বহু শিক্ষক ও শিক্ষার্থী হতাহত হন। দুর্ঘটনার পর থেকে কলেজে তিন দফায় ছুটি ঘোষণা করা হয়।