Ridge Bangla

‘বড় ছেলে’ অপূর্বের রেকর্ড ভাঙলেন নিলয়ের ‘শ্বশুর বাড়িতে ঈদ’ নাটক

ইউটিউবে ভিউয়ের দিক থেকে দীর্ঘদিন শীর্ষে ছিল মিজানুর রহমান আরিয়ানের নির্মিত ‘বড় ছেলে’। ৮ বছর আগে জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরী অভিনীত এই নাটকটি দর্শকমহলে ব্যাপক সাড়া ফেলেছিল। ইউটিউবে এখন পর্যন্ত নাটকটির ভিউ সংখ্যা ছিল ৫ কোটি ৪১ লাখ ৮৮ হাজার, যা এতদিন দেশের যেকোনো নাটকের সর্বোচ্চ রেকর্ড ছিল।

তবে এবার ‘বড় ছেলে’কে পেছনে ফেলেছে নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি অভিনীত ‘শ্বশুর বাড়িতে ঈদ’ নাটক। মাত্র ১১ মাসে নাটকটি ইউটিউবে ভিউয়ের দিক থেকে শীর্ষস্থান দখল করেছে। বুধবার (৯ এপ্রিল) পর্যন্ত নাটকটির ভিউ সংখ্যা দাঁড়িয়েছে ৫ কোটি ৪৪ লাখ ৫৮ হাজার।

‘বড় ছেলে’ নাটকে মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে রাশেদের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার বাবা একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক। পরিবার চালাতে চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরলেও বাস্তবতার কাছে পরাজিত হয়ে একসময় রাশেদ ও রিয়া একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।

অন্যদিকে ‘শ্বশুর বাড়িতে ঈদ’ নাটকের গল্প আবর্তিত হয়েছে ঈদকে কেন্দ্র করে শ্বশুরবাড়িতে জামাইয়ের নানা অভিজ্ঞতা ঘিরে। বিয়ের পর দূরে থাকলেও ঈদের সময় শ্বশুরবাড়িতে এসে জামাই পড়ে এক জটিল পরিস্থিতির মুখে। দেখা যায়, তার শ্বশুর কিপটে, যিনি ঈদে ফিতরা-জাকাত দিতে চান না। এসব বিষয় নিয়ে জামাই সোচ্চার হয়। নাটকে গুরুত্বপূর্ণ বার্তা থাকলেও সেটি উপস্থাপন করা হয়েছে হালকা-ফুলকা কৌতুকের মাধ্যমে। এ কারণেই নাটকটি দর্শকের মন জয় করতে পেরেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই নাটকে নিলয় আলমগীরের পাশাপাশি অভিনয় করেছেন তারিক আনাম খান, জান্নাতুল সুমাইয়া হিমি ও সাবেরি আলম।

আরো পড়ুন