Ridge Bangla

ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল: ইসি সচিব

চলতি বছরের ডিসেম্বরের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।

বৃহস্পতিবার (৭ আগস্ট) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, “নির্বাচন কমিশন ইতোমধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধিমালা চূড়ান্ত করেছে। আগামী মাস থেকে প্রবাসী ভোটারদের জন্য ভোটার সচেতনতামূলক কার্যক্রম শুরু হবে।”

সানাউল্লাহ জানান, ভোটার তালিকা আইন অনুযায়ী ৩১ অক্টোবর পর্যন্ত যাঁরা ভোটার হিসেবে নিবন্ধিত হবেন, তাঁরা জাতীয় নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।

প্রবাসীদের ডাকযোগে ভোট (পোস্টাল ব্যালট) সম্পর্কে তিনি বলেন, “প্রতীক থাকবে, তবে প্রার্থীর নাম থাকবে না। ব্যালটে শুধুমাত্র প্রতীক থাকবে, যা বিদেশে পাঠানো হবে। এতে সময় কম লাগবে এবং ব্যালট প্রক্রিয়ায় গোপনীয়তাও রক্ষা পাবে।”

তিনি জানান, প্রতি লাখ প্রবাসী ভোটারের জন্য পোস্টাল ব্যালট পাঠাতে ছয় থেকে সাত কোটি টাকা খরচ হবে। তবে কোনো আসনে কোনো প্রার্থীর প্রার্থিতা বাতিল হলে ওই আসনে প্রবাসী ব্যালট বন্ধ করে দেবে কমিশন।

তিনি আরও বলেন, প্রবাসী ভোটারদের ভোটাধিকার নিশ্চিত করতে রেজিস্ট্রেশনের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হবে। দেশের ভেতরেও আইনি হেফাজতে থাকা ব্যক্তি, সরকারি কর্মচারী এবং নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন বলে জানান নির্বাচন কমিশনার।

আরো পড়ুন