Ridge Bangla

আরপিও সংশোধন নিয়ে ইসির নবম কমিশন সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত

গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ এবং রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনের (ইসি) নবম কমিশন সভা (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হয়েছে।

ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, সভাটি ৭ আগস্ট সকাল ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে তার কক্ষ (৩১৪ নম্বর) এ অনুষ্ঠিত হয়েছে।

সভায় মূলত দুটি বিষয়ে আলোচনা হয়েছে: (ক) রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫ এবং (খ) গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (সংশোধন) অধ্যাদেশ ২০২৫। এছাড়া অন্যান্য বিবিধ বিষয়ও আলোচনায় এসেছে বলে জানিয়েছেন তিনি।

এর আগে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা এবং আরপিও সংশোধনের খসড়া অনুমোদন করে নির্বাচন কমিশন। আচরণ বিধিমালা সংশোধন বিষয়ে ইসির আহ্বানে সাড়া দিয়ে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পর্যায় থেকে লিখিত মতামত জমা পড়ে।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সংশোধিত আরপিও এবং আচরণ বিধিমালার চূড়ান্ত খসড়া অনুমোদনের পর তা গেজেট আকারে প্রকাশ করা হবে। এসব বিধানই আসন্ন জাতীয় নির্বাচনে প্রার্থীদের জন্য প্রযোজ্য হবে।

আরো পড়ুন