Ridge Bangla

সাগরিকার জোড়া গোলে লাওসকে হারিয়ে এশিয়া কাপ বাছাইয়ে শুভ সূচনা বাংলাদেশের মেয়েদের

লাওসে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপের বাছাইপর্বে জয় দিয়ে শুরু করেছে বাংলাদেশের মেয়েরা। লাওসের ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে আজ স্বাগতিক লাওসকে ৩-১ গোলে হারিয়েছে বাংলাদেশ।

ঘরের মাঠে অনূর্ধ্ব-২০ সাফ যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন এশিয়ান কাপ বাছাইয়ের শুরুটা করলেন সাগরিকা। সাফে ৩ ম্যাচে ৮ গোল করা এই ফরোয়ার্ডকে ঘিরেই জয়ের ছক কষেছিলেন কোচ পিটার বাটলার। সেই সাগরিকা লাওসের বিপক্ষে করলেন জোড়া গোল। এছাড়া গোল করেছেন মুনকি আক্তার।

ভিয়েনতিয়েনের নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল করে জয় নিশ্চিত করে মেয়েরা। ম্যাচে একটি গোল হজম করলেও তা জয় থামাতে পারেনি।

এইচ গ্রুপে থাকা বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী ফুটবল দল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলে জায়গা করে নিতে পারবে আগামী বছরের চূড়ান্ত পর্বে। এবারের বাছাইয়ে ৩২টি দল আট গ্রুপে ভাগ হয়ে খেলছে। গ্রুপ চ্যাম্পিয়ন আট দল এবং দ্বিতীয় হওয়া সেরা তিনটি দল পাবে থাইল্যান্ডে অনুষ্ঠিতব্য মূলপর্বের টিকিট।

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইয়ে এর আগে বাংলাদেশ দল ১২ ম্যাচে জিতেছিল মাত্র দুটি। আজ তারা পেল তৃতীয় জয়।

আগামী শুক্রবার বাছাইপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ পূর্ব তিমুর।

আরো পড়ুন