ভারতের মহারাষ্ট্রে আসন্ন বিএমসি নির্বাচনের উত্তেজনার মধ্যেই বলিউড সুপারস্টার সালমান খান একটি রহস্যময় ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করে ভক্তদের মধ্যে কৌতূহল ছড়িয়েছেন। অনেকেই ধরে নিয়েছিলেন, এবার হয়তো রাজনীতির ময়দানে নামছেন ‘ভাইজান’।
সালমানের পোস্টে দেখা যায়, একটি অ্যানিমেটেড ছবি—যেখানে তাঁর পরিচিত নীল ব্রেসলেট পরা হাতজোড় করে রাজনীতিবিদদের মতো ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন তিনি। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘দেখা হবে নতুন ময়দানে’। এতেই শুরু হয় জল্পনা-কল্পনা।
তবে এই গুঞ্জনের অবসান ঘটে খুব দ্রুতই। জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম জিও হটস্টার নিশ্চিত করেছে, এটি আসলে সালমান খানের উপস্থাপনায় আসন্ন রিয়েলিটি শো ‘বিগ বস ১৯’-এর প্রচারণার একটি অংশ।
জিও হটস্টারের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে প্রকাশিত শোয়ের টিজারে সালমানকে ঠিক একই পোশাকে দেখা যায়। সেখানে সালমান বলেন, “বন্ধু এবং শত্রু সাবধান, কারণ এবার পরিবারের সদস্যদের সরকার চলবে।”
এই বক্তব্য থেকেই স্পষ্ট হয়, সালমান রাজনীতিতে যোগ দিচ্ছেন না, বরং আগের মতোই ব্যস্ত রয়েছেন নিজের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ নিয়ে।
‘বিগ বস ১৯’ আগামী ২৪ আগস্ট থেকে সম্প্রচারিত হবে জিও হটস্টার ও কালার্স টিভিতে। জিও হটস্টারে রাত ৯টায় এবং কালার্সে রাত ১০:৩০ মিনিটে অনুষ্ঠানটি দেখা যাবে। যদিও এবারের প্রতিযোগীদের নাম এখনো প্রকাশ করা হয়নি, তবুও শো ঘিরে রয়েছে ব্যাপক আগ্রহ ও উত্তেজনা।
সুতরাং, রাজনীতিতে প্রবেশের গুঞ্জন উড়িয়ে দিয়ে এখন শুধু ‘বিগ বস ১৯’-এর মঞ্চেই ব্যস্ত থাকবেন বলিউডের ভাইজান সালমান খান।