Ridge Bangla

সুখবর দিলেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুবনী

টালিউডের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী মধুবনী গোস্বামী ও তাঁর স্বামী অভিনেতা রাজা গোস্বামীকে ঘিরে নতুন এক সুখবরের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সম্প্রতি এই জনপ্রিয় দম্পতি একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা দেখে অনেকেই ধারণা করছেন—মধুবনী দ্বিতীয়বার মা হতে চলেছেন।

ছবিতে দেখা যায়, মধুবনীর ফোলা পেটের সামনে বসে আছেন রাজা গোস্বামী। ক্যাপশনে মধুবনী লেখেন, “আমরা এটার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। কিন্তু জীবন আমাদের চমকে দেওয়ার জন্য মজার মজার পথ খুঁজে নেয়।”

তিনি আরও বলেন, “এই সুখবরটি পুরোপুরি অপ্রত্যাশিত। সত্যি বলতে, আমরাও এখনো বিশ্বাস করতে পারছি না। যেহেতু এটা ঘটছে, তাই তোমাদের সঙ্গে ভাগ করে নেওয়া উচিত মনে করছি। আগামীকালকেই দিনটা বেছে নিয়েছি।”

মধুবনী স্পষ্ট করেন, এই ঘোষণার সঙ্গে তাঁর বিউটি পার্লার বা ক্যারিয়ারের কোনো সম্পর্ক নেই। বরং এটি একেবারে আলাদা একটি বিষয়, যা ভক্তদের মধ্যে জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে—তাঁর পরিবারে কি তবে নতুন অতিথি আসছে?

তবে তিনি সরাসরি অন্তঃসত্ত্বা হওয়ার কথা বলেননি। হাসিমুখে মন্তব্য করেন, “হতে তো পারে! তবে এখনই কিছু খোলাসা করা যাবে না।”

এই পোস্টের পর থেকেই রাজা-মধুবনী জুটিকে শুভেচ্ছা ও অভিনন্দনে ভরিয়ে দিচ্ছেন তাঁদের ভক্ত-অনুরাগীরা। অনেকে মনে করছেন, এই প্রিয় দম্পতির জীবনে নতুন এক অধ্যায় শুরু হতে যাচ্ছে। ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন মধুবনীর পরবর্তী ঘোষণা ও আনুষ্ঠানিক সুখবরের জন্য।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন