সংসদীয় আসনের জনসংখ্যা, ভোটার সংখ্যা এবং প্রশাসনিক কাঠামোর সামগ্রিক বিবেচনায় ৩০০টি আসনের মধ্যে ৩৯টির সীমানা পুনর্নির্ধারণ করা হচ্ছে। বুধবার (৩০ জুলাই) নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম জানান, সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত একটি বিশেষ কারিগরি কমিটি ইতোমধ্যে সুপারিশ জমা দিয়েছে। তাদের বিশ্লেষণ অনুযায়ী, গাজীপুরে একটি নতুন আসন যুক্ত হচ্ছে এবং বাগেরহাটে একটি আসন কমানো হচ্ছে।
তিনি বলেন, “সীমানা পুনঃনির্ধারণ আইনে বলা আছে যে প্রশাসনিক ব্যবস্থা, ভৌগোলিক অখণ্ডতা এবং আদমশুমারি—এই তিনটি বিষয় গুরুত্ব দিয়ে বিবেচনায় নিতে হবে। তবে ২০২২ সালের আদমশুমারির কিছু তথ্য কিছুটা অসামঞ্জস্যপূর্ণ হওয়ায়, হালনাগাদ ভোটার তালিকার উপর ভিত্তি করেই এই প্রস্তাবনা তৈরি হয়েছে।”
কারিগরি কমিটির হিসাব অনুযায়ী, গড় ভোটার সংখ্যা ধরা হয়েছে প্রায় ৪ লাখ ২০ হাজার। সবচেয়ে বেশি ভোটার রয়েছে গাজীপুর জেলায় এবং সবচেয়ে কম বাগেরহাটে। এই হিসেবে গাজীপুরে একটি আসন বাড়ানোর এবং বাগেরহাটে একটি আসন কমানোর সুপারিশ করা হয়েছে।
সীমানা পরিবর্তনের আওতায় যে ৩৯টি আসন পড়ছে, সেগুলো হলো:
- পঞ্চগড়: ১, ২
- রংপুর: ৩
- সিরাজগঞ্জ: ১, ২
- সাতক্ষীরা: ৩, ৪
- শরীয়তপুর: ২, ৩
- ঢাকা: ২, ৩, ৭, ১০, ১৪, ১৯
- গাজীপুর: ১, ২, ৩, ৫, ৬
- নারায়ণগঞ্জ: ৩, ৪, ৫
- সিলেট: ১, ৩
- ব্রাহ্মণবাড়িয়া: ২, ৩
- কুমিল্লা: ১, ২, ১০, ১১
- নোয়াখালী: ১, ২, ৪, ৫
- চট্টগ্রাম: ৭, ৮
- বাগেরহাট: ২, ৩
ইসি সূত্রে জানা গেছে, সংশোধিত সীমানা গেজেট আকারে প্রকাশের পর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এই নতুন সীমানা অনুযায়ী অনুষ্ঠিত হবে।