দীর্ঘদিন টেলিভিশন নাটকে সফলতার পর ওটিটি প্ল্যাটফর্মেও নিজের উপস্থিতি জোরালো করেছেন তানজিন তিশা। জনপ্রিয়তার দিক থেকে তিনি সমসাময়িক অনেকের তুলনায় পিছিয়ে নন। তবে এত সাফল্যের পরও বড় পর্দায় তার অভিষেক এখনো বাধাগ্রস্ত, যা নিয়ে দর্শক-নেটিজেনদের কৌতূহল বেড়েই চলছে।
তিশা আগেও জানিয়েছিলেন, ভালো গল্প পেলে সিনেমায় কাজ করবেন। তবে এখনো পর্যন্ত পছন্দমতো কোনো প্রস্তাব না পাওয়ায় বড় পর্দায় অভিষেক হয়নি বলে দাবি করেছেন তিনি। যদিও কী ধরনের প্রস্তাব পেয়েছিলেন, তা নিয়ে বিস্তারিত কিছু প্রকাশ করেননি। নির্মাতারাও এ নিয়ে মুখ খুলছেন না।
সম্প্রতি কলকাতার একটি সিনেমায় নাম লেখিয়েছেন তিশা। ছবির নাম ‘ভালোবাসার মরসুম’। এটি পরিচালনা করছেন কলকাতার পরিচিত নির্মাতা এমএন রাজ। এই ছবিতে তিশাকে কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে বলিউড অভিনেতা শারমান যোশির বিপরীতে, যেখানে তাঁরা স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করবেন।
কলকাতার গণমাধ্যম সূত্রে জানা গেছে, এটি তানজিন তিশার টালিউডে বড় পর্দার অভিষেক হলেও বাংলাদেশের গণমাধ্যমে এ বিষয়ে এখনো পর্যন্ত তিশা কোনো মন্তব্য করেননি। বরং বিষয়টি নিয়ে সংবাদমাধ্যম থেকে দূরত্ব বজায় রেখেছেন, যার ফলে নানা জল্পনা সৃষ্টি হয়েছে।
অনেক নেটিজেন মনে করছেন, সিনেমার প্রচারের অংশ হিসেবেই এখনই কোনো মন্তব্য করছেন না তিশা। আবার কেউ কেউ বলছেন, শারমান যোশির মতো অভিনেতার সঙ্গে প্রথম সিনেমা করা বড় সুযোগ হলেও, তিনি এখন বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে নেই—ফলে এটি তিশার ক্যারিয়ারের জন্য একটি ঝুঁকিও হতে পারে।
তিশার এই ‘লুকোচুরির’ পেছনে কোনো ব্যক্তিগত বা পেশাগত কারণ থাকতে পারে, যা তিনি প্রকাশ করতে নারাজ। সময়ই বলবে, তিনি বড় পর্দায় কবে এবং কীভাবে নিজের অবস্থান শক্ত করবেন। আপাতত তানজিন তিশার চলচ্চিত্র যাত্রা নিয়ে দর্শকদের অপেক্ষা ও কৌতূহল একসঙ্গে বাড়ছে।