Ridge Bangla

জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা নিয়ে প্রথম সিনেমার ট্রেলার প্রকাশ

জুলাই শহীদের মায়েদের স্মৃতিকথা অবলম্বনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে নির্মিত হয়েছে ডকুমেন্টারি সিরিজ July Mothers: Their Eyes Remember। এই সিরিজের প্রথম সিনেমা Will you ever sleep, ma? (তুমি কি আর কখনো ঘুমাতে পারবা, মা?)-এর ট্রেলার প্রকাশিত হয়েছে।

সোমবার (২৮ জুলাই) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে ট্রেলারটি উন্মোচন করা হয়। পোস্টে জানানো হয়, সিনেমাটি আগামী মঙ্গলবার (২৯ জুলাই) আনুষ্ঠানিকভাবে মুক্তি পাবে।

ডকুমেন্টারিটি মূলত জুলাইয়ে নিহত শহীদদের মায়েদের চোখে তাদের সন্তানদের স্মৃতি, বেদনা ও সংগ্রামের গল্প তুলে ধরবে। শহীদদের পরিবারগুলোর ব্যক্তিগত অনুভূতি ও আবেগকে এই সিরিজের মাধ্যমে চলচ্চিত্ররূপে দর্শকের সামনে উপস্থাপন করা হবে।

প্রকাশিত ট্রেলারে মায়েদের করুণ স্মৃতি, হারানোর যন্ত্রণা এবং সন্তানদের প্রতি তাদের অমলিন ভালোবাসা জীবন্তভাবে ফুটে উঠেছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, জুলাই শহীদদের স্মৃতি ধরে রাখতে এবং তাদের আত্মত্যাগের কাহিনি প্রজন্মের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

আগামীকাল মুক্তি পেতে যাওয়া সিনেমাটি ডিজিটাল মাধ্যমে প্রচারের পাশাপাশি নির্বাচিত প্রেক্ষাগৃহেও প্রদর্শিত হবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন