শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আহ্বান জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনে তরুণদের প্রথম ভোট যেন ধানের শীষ প্রতীকের পক্ষে হয়। রোববার (৩ আগস্ট) সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে এই বার্তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেন।
তারেক রহমান বলেন, “হারানো ভোটাধিকার ফিরিয়ে আনা হয়েছে। দেশের শিক্ষার্থী ও নতুন ভোটারদের উদ্দেশে আহ্বান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। ভবিষ্যৎ প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে দিতে হবে।”
তিনি আরও বলেন, “আমরা প্রতিজ্ঞা করি, নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলে ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখব। শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি, ই-কমার্স উন্নয়ন ও আইসিটি শিক্ষার প্রসারে কাজ করবে। খেলাধুলা ও সংস্কৃতিকে শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করা হবে।”
ছাত্রদল নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, “সাহস ও সততার সঙ্গে এগোলে জনগণ তোমাদের পাশে থাকবে। জুলাই অভ্যুত্থানে ছাত্রদলের শত শত নেতা-কর্মী শহীদ হয়েছেন, ২ হাজারের বেশি গ্রেপ্তার হয়েছেন। এমন সাহসী সংগঠনকে দমিয়ে রাখা যাবে না।”
দেশের রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ উল্লেখ করে তিনি বলেন, “কথামালার রাজনীতি নয়, জীবনমান উন্নয়নের রাজনীতি শুরু করতে হবে।” প্রযুক্তি ও দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করে জানান, বিএনপি ক্ষমতায় এলে স্কুল পর্যায় থেকে কারিগরি শিক্ষা বাধ্যতামূলক করা হবে এবং ইংরেজি ভাষা শিক্ষায় বিশেষ জোর দেওয়া হবে।
নারী ও তরুণদের শক্তি কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তারেক রহমান বলেন, “৫৪ বছরে বাংলাদেশ পরিণত হয়েছে। এই পরিণত দেশে বিভেদ নয়, ঐক্যের রাজনীতি দরকার।”