Ridge Bangla

বাঁধন-সাবার ভার্চুয়াল দ্বন্দ্ব, অরুণা বিশ্বাস বললেন ‘ড্রামাবাজি’

গত বছরের জুলাইয়ে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থান দেশের রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি বিনোদন জগতেও দাগ কেটে গেছে। সেই ঘটনার জের ধরে অনেক শিল্পী ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে মতভেদ তৈরি হয়, যা এখনো অব্যাহত। সম্প্রতি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও সোহানা সাবার মধ্যে এক ভার্চুয়াল দ্বন্দ্ব নতুন করে আলোচনায় এসেছে।

ছাত্র আন্দোলনে সরব অবস্থান নেওয়ার কারণে বাঁধন সোশ্যাল মিডিয়ায় ট্রল ও সমালোচনার মুখোমুখি হন। অন্যদিকে সাবা ছিলেন ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ঘনিষ্ঠ, যার নাম ‘আলো আসবেই’ গ্রুপ ঘিরে বিতর্কে উঠে এসেছে।

দ্বন্দ্বের সূত্রপাত ঘটে ৩১ জুলাই, যখন সাবা ফেসবুকে একটি স্ক্রিনশট শেয়ার করেন, যেখানে এক নারী বাঁধনকে উদ্দেশ করে কটাক্ষ করে মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, বাঁধন ওই মন্তব্য মুছে দিয়েছেন এবং সম্ভবত লেখিকাকে ব্লকও করেছেন, তবে ভাগ্যক্রমে সেটি সাবার টাইমলাইনে চলে আসে।

সাবার সেই পোস্টে অভিনেত্রী অরুণা বিশ্বাস মন্তব্য করে লেখেন, “ড্রামাবাজি।” স্ক্রিনশটের মন্তব্যে বাঁধনের উদ্দেশে বলা হয়, “সারা জীবন ড্রামাবাজি করে সতী সাজতে চেয়েছেন… আপনি একজন ভণ্ড।”

পরে বাঁধন নিজের প্রতিক্রিয়ায় বলেন, “যারা কোনো একসময় আমার সহকর্মী ছিলেন, তারাই এখন ইন্টারনেটে আমার প্রতি অপমানজনক ও নির্মম আক্রমণ চালাচ্ছেন। তারা শুধু আমাকে নয়, আমার বিশ্বাস ও আদর্শকেও অসম্মান করছেন। এদের মধ্যে জাতীয় পুরস্কারপ্রাপ্তরাও রয়েছেন।”

বিনোদন অঙ্গনে এই কথার খোঁচা অনেকেই সোহানা সাবার দিকেই গেছে বলে মনে করছেন। ফলে বাঁধন-সাবার এই ভার্চুয়াল দ্বন্দ্ব দ্রুতই শিল্পীমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১২

আরো পড়ুন