Ridge Bangla

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমবিএ ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেস স্প্রিং-২০২৫ শিক্ষাবর্ষে প্রফেশনাল এমবিএ প্রোগ্রামে ভর্তির আবেদন গ্রহণ শুরু করেছে। এ প্রোগ্রামে বিভিন্ন বিষয়ে স্পেশালাইজেশনসহ এক ও দুই বছর মেয়াদী কোর্স পরিচালিত হবে।

স্পেশালাইজেশন বিষয়সমূহ:

হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, মার্কেটিং, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ফিন্যান্স ও ব্যাংকিং।

ভর্তির যোগ্যতা:

১. যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
২. মৌখিক পরীক্ষায় সন্তোষজনক নম্বর অর্জন করতে হবে।

কোর্সের মেয়াদ:

  • চার বছরের বিবিএ গ্র্যাজুয়েটরা এক বছরের এমবিএ কোর্সে ভর্তি হতে পারবেন (সিজিপিএ কমপক্ষে ২.৫০)।

  • অন্যান্য ডিসিপ্লিনের গ্র্যাজুয়েটদের জন্য কোর্সের মেয়াদ হবে দুই বছর।

আবেদন প্রক্রিয়া ও সময়সূচি:

  • আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৫

  • আবেদন ফি: ১,০০০ টাকা

  • মৌখিক পরীক্ষা:

    • গাজীপুর ক্যাম্পাস: ২২ আগস্ট ২০২৫, সকাল ৯টা

    • ঢাকা ক্যাম্পাস: ২২ আগস্ট ২০২৫, বিকেল ৪টা

  • নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ: ২৪ আগস্ট ২০২৫

আবেদনের ঠিকানা ও ক্যাম্পাসের অবস্থান:

  • ঢাকা ক্যাম্পাস: রুম নম্বর ৫০৪, পঞ্চম তলা, বাউবি ঢাকা রিজিয়নাল অফিস, গব. ল্যাবরেটরি স্কুল রোড, ধানমন্ডি, ঢাকা।

  • গাজীপুর ক্যাম্পাস: রুম নম্বর ২৭০, স্কুল অব বিজনেস, বোর্ড বাজার, গাজীপুর।

আবেদন করতে ভিজিট করুন: https://www.bou.ac.bd/resource/from

বিশদ তথ্যের জন্য ভিজিট করুন বাউবির অফিসিয়াল ওয়েবসাইট।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন