Ridge Bangla

অভিনয় ছেড়ে দিলে সাংবাদিকতা করতে চান মোশাররফ করিম

দেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনয়জীবনের এক নতুন দিক নিয়ে প্রকাশ্যে নিজের ভাবনার কথা জানিয়েছেন। বহু বছর ধরে অভিনয়ের মাধ্যমে দর্শকপ্রিয়তা অর্জন করা এই তারকা বলেন, ভবিষ্যতে যদি কখনো অভিনয় থেকে সরে দাঁড়াতে হয়, তাহলে তিনি সাংবাদিকতা পেশায় যুক্ত হতে চান।

এক সাক্ষাৎকারে মোশাররফ বলেন, “মাঝেমধ্যে মনে হয় অভিনয় ছেড়ে দেওয়া উচিত। কিন্তু ১০–১২ দিনের বেশি অভিনয় ছাড়া থাকতে পারি না। তারপর ভাবি, হয়তো সে সিদ্ধান্তটা ভুল ছিল।” অভিনয় ছাড়ার ভাবনা এলেও অভিনয়ের টানেই বারবার ফিরে আসেন বলে জানান তিনি।

তবে বিকল্প পেশা হিসেবে সাংবাদিকতার প্রতি বিশেষ আগ্রহ আছে তার। তিনি বলেন, “সাংবাদিকতা আমাকে আকর্ষণ করে কারণ এটা মানুষের জীবন ও অভিজ্ঞতা তুলে ধরে। এটা এমন এক পেশা যেখানে চিন্তা, দর্শন ও উপলব্ধি অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া যায়—যা সৃজনশীলতাকে উজ্জ্বল করে।”

মোশাররফ করিম আরও বলেন, “আমার ইচ্ছা আছে সাংবাদিকতায় কাজ করার। দীর্ঘ সাক্ষাৎকার নেওয়া বা মানুষের গল্প শোনার বিষয়গুলো আমার ভালো লাগে।”

অভিনয়ের পাশাপাশি লেখালেখিতেও আগ্রহী মোশাররফ করিম বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনেও কাজ করে চলেছেন। তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আবর্ত: দ্য সার্কেল’ আগামী মাসে যুক্তরাষ্ট্রের ডালাসে অনুষ্ঠিতব্য ৮ম বেঙ্গলি ফিল্ম ফেস্টিভ্যাল অব ডালাস ২০২৫-এ প্রদর্শিত হবে। মাহমুদুল হাসান টিপুর পরিচালনায় এই ছবিতে মোশাররফের সঙ্গে অভিনয় করেছেন তার স্ত্রী রেবেনা রেজা জুঁই।

সৃজনশীলতার পরিসর বাড়াতে বরাবরই আগ্রহী মোশাররফ করিম মনে করেন, সাংবাদিকতার মাধ্যমেও মানুষের জীবনের গভীর গল্পগুলো তুলে ধরার সুযোগ আছে, আর সেটিই হতে পারে তার অভিনয়ের বাইরের সম্ভাব্য পথ।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন