Ridge Bangla

আগস্টে বলিউডে ঝড় তুলতে যাচ্ছে বড় বাজেটের সিনেমাগুলো

আগস্ট মাস বলিউডপ্রেমীদের জন্য হয়ে উঠতে যাচ্ছে একেবারে উৎসবমুখর। থ্রিলার, রোমান্স, অ্যাকশন ও বায়োপিক মিলিয়ে বড় বাজেটের একাধিক প্রতীক্ষিত ছবি মুক্তি পাচ্ছে এ মাসে, যার মাধ্যমে বলিউড বক্স অফিসে ফিরতে পারে পুরনো জৌলুস।

একসঙ্গে মুক্তি পাচ্ছে তিন ছবি ১ আগস্টেই

মাসের প্রথম দিনেই পর্দায় উঠছে তিনটি হাই-প্রোফাইল ছবি—‘ধড়ক ২’, ‘সন অফ সারদার ২’ ও ‘অজেয়’।

  • ধড়ক ২:
    ২০১৮ সালের ‘ধড়ক’ ছবির স্পিরিচুয়াল সিক্যুয়েল। তামিল চলচ্চিত্র পরিয়েরুম পেরুমাল-এর রিমেক এই ছবিতে তৃপ্তি দিমরি ও সিদ্ধান্ত চতুর্বেদীর প্রেমের লড়াই উঠে আসবে এক সামাজিক প্রেক্ষাপটে। প্রেম, বর্ণবৈষম্য ও তরুণদের সংগ্রাম—সব কিছু মিলিয়ে এটি হতে যাচ্ছে একটি আবেগঘন ছবি।

  • সন অফ সারদার ২:
    অজয় দেবগন, সঞ্জয় দত্ত ও ম্রুনাল ঠাকুর অভিনীত এই অ্যাকশন-কমেডি চলচ্চিত্রে রয়েছে এক গ্রামের ‘ম্যাঙ্গো ফেস্টিভ্যালে’ সোনালি আম খোঁজার প্রতিযোগিতা। পরিবারের সকল সদস্যকে নিয়ে দেখার মতো এক হাস্যরসাত্মক অ্যাডভেঞ্চার।

  • অজেয়: দ্য আনটোল্ড স্টোরি অফ এ যোগী:
    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জীবন অবলম্বনে তৈরি এই বায়োপিকে অনন্ত জোশী অভিনয় করছেন মুখ্য ভূমিকায়। আধ্যাত্মিক জীবন থেকে রাজনীতিতে আসা একজন নেতার উত্থান ও আদর্শ তুলে ধরা হয়েছে এই ছবিতে।

১৪ আগস্টে আসছে ‘ওয়ার ২’

ঋত্বিক রোশন ও জুনিয়র এনটিআরের এই বহুল প্রতীক্ষিত অ্যাকশন-থ্রিলারটি হতে চলেছে মাসের সবচেয়ে বড় চমক। কিয়ারা আদবানীও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। ভারতের জাতীয় ছুটির দিনকে সামনে রেখে ছবিটি ব্যাপক সাড়া ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মাস শেষে ‘পরম সুন্দরী’

জাহ্নবী কাপুর ও সিদ্ধার্থ মালহোত্রা জুটির নতুন রোমান্টিক কমেডি ‘পরম সুন্দরী’ মুক্তি পাবে আগস্টের শেষ সপ্তাহে। কেরালার পটভূমিতে তৈরি এই ছবিতে উঠে আসবে উত্তর ও দক্ষিণ ভারতের সাংস্কৃতিক ভিন্নতা এবং এক মিষ্টি প্রেমের গল্প।

এই ছবিগুলো শুধু বড় বাজেটের নয়, বরং নতুন গল্প, তারকা জুটি, সামাজিক প্রেক্ষাপট ও রাজনৈতিক বাস্তবতা মিলিয়ে দর্শকদের জন্য হতে যাচ্ছে ভরপুর বিনোদনের উৎস।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১১

আরো পড়ুন