গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অধীনস্থ প্রতিটি থানায় রোববার (৩ আগস্ট) থেকে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা চালু হচ্ছে। এখন থেকে নাগরিকরা ঘরে বসেই অনলাইনে যে কোনো ধরনের জিডি করতে পারবেন, যা পুলিশের সেবায় একটি বড় ধরনের প্রযুক্তিগত অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এএইচএম শাহাদাত হোসাইন জানিয়েছেন, প্রধান উপদেষ্টার নির্দেশনায় দেশের প্রতিটি থানায় ধাপে ধাপে অনলাইন জিডি চালু করা হচ্ছে, যাতে সেবা আরও সহজ ও নাগালের মধ্যে আনা যায়।
এরই অংশ হিসেবে এরই মধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম রেঞ্জ, এবং সিলেট, চট্টগ্রাম, রংপুর, খুলনা, বরিশাল ও রাজশাহী মেট্রোপলিটন এলাকার থানাগুলোতে অনলাইন জিডি চালু হয়েছে।
এর আগে শুধু হারানো বা প্রাপ্তি সংক্রান্ত বিষয়ে অনলাইনে জিডি করার সুযোগ ছিল। এখন থেকে জিএমপি’র প্রতিটি থানায় যেকোনো ধরনের জিডি, যেমন অভিযোগ, হুমকি, অজানা ব্যক্তির চলাফেরা ইত্যাদি—সবই অনলাইনে করা যাবে।
কীভাবে করবেন অনলাইন জিডি?
-
গুগল প্লে স্টোর থেকে ‘Online GD’ নামের অ্যাপটি ডাউনলোড করুন।
-
অ্যাপটি ইনস্টল করে একবার রেজিস্ট্রেশন করতে হবে।
-
একবার রেজিস্ট্রেশন করলেই পরবর্তীতে বারবার রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না।
-
রেজিস্ট্রেশন বা জিডি করতে কোনো সমস্যায় পড়লে ২৪ ঘণ্টা চালু থাকা হটলাইন ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
এই উদ্যোগ পুলিশের ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ ধাপ এবং নাগরিকদের হয়রানি ছাড়াই দ্রুত ও সহজে পুলিশি সেবা গ্রহণের সুযোগ তৈরি করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।