Ridge Bangla

পরিচালকের আপত্তিকর মন্তব্য নিয়ে মুখ খুললেন অভিনেত্রী শোলাঙ্কি

শোবিজ জগতে সৌন্দর্যের মাপকাঠি নিয়ে বিতর্ক বহুদিনের। অনেক অভিনেত্রীই পেশাগত কারণে প্লাস্টিক সার্জারি, লিপ বা নোজ জব করাতে বাধ্য হন। তবে সম্প্রতি অভিনেত্রী শোলাঙ্কি রায় তার ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করে গ্ল্যামার দুনিয়ার এক অস্বস্তিকর বাস্তবতা তুলে ধরেছেন।

‘স্টেট আপ উইথ শ্রী’ নামক একটি পডকাস্টে অংশ নিয়ে শোলাঙ্কি বলেন, “একবার এক অনুষ্ঠানে এক পরিচালক আমাকে বলেন, ‘নায়িকা হতে গেলে স্তনে একটু খাঁজ থাকা জরুরি। তাই ব্রেস্ট সার্জারি করিয়ে নিতে হবে।’”
এই মন্তব্যে হতবাক হয়ে যান অভিনেত্রী। তিনি জানান, তখন বয়সে কিছুটা পরিণত ছিলেন, তাই বিষয়টি পাশ কাটিয়ে যেতে পেরেছিলেন। তবে কম বয়সী বা নতুন কেউ হলে এমন মন্তব্য তাদের ওপর মারাত্মক মানসিক চাপ তৈরি করতে পারে।

শোলাঙ্কি জানান, তিনি সরাসরি সেই পরিচালককে বলেছিলেন, এ ধরনের সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। তবে ঘটনাটি তার মনে গভীরভাবে আঘাত করেছিল, যা এতদিন পরেও ভুলতে পারেননি।

শুধু এই ঘটনাই নয়, শোলাঙ্কি আরও বলেন, “আমার মুখ নিয়ে অনেকবার নেতিবাচক মন্তব্য করা হয়েছে। অনেকে বলে টিভিতে যেরকম সুন্দর দেখাই, সিনেমায় সেরকম লাগে না। অথচ আমি কখনো মুখে ইনজেকশন নিইনি।”

তার রোগা গড়ন নিয়েও কটাক্ষ করা হয়েছে বহুবার। তিনি বলেন, “অনুষ্ঠানে গেলে প্রায়ই বলা হয় কেন এত শুকিয়ে গিয়েছ? এমন প্রশ্নে এক সময় পারিবারিক অনুষ্ঠানেও যাওয়া বন্ধ করে দিই।”

শোলাঙ্কির মতে, এই ধরনের সৌন্দর্যের মানদণ্ড ও মন্তব্য নতুন প্রজন্মের মেয়েদের জন্য বিপজ্জনক হতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে শরীর নিয়ে ট্রল তো রয়েছেই, তার সঙ্গে সামনে দাঁড়িয়ে কেউ এমন কিছু বললে সেটি মেয়েদের মনে আরও গভীর ক্ষত তৈরি করে।

এই বক্তব্যের মাধ্যমে শোলাঙ্কি শুধু নিজের অভিজ্ঞতা নয়, বরং গ্ল্যামার দুনিয়ার এক নিষ্ঠুর বাস্তবতাকেই সামনে এনেছেন—যেখানে সৌন্দর্যের মানদণ্ড একজন নারীর আত্মবিশ্বাসকে বারবার চ্যালেঞ্জ করে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১৪

আরো পড়ুন