Ridge Bangla

ফিলিস্তিনের পক্ষ নেওয়ায় প্রাণনাশের হুমকি পেলেন বলিউড অভিনেত্রী

নিজের স্পষ্টভাষী ও নির্ভীক অবস্থানের জন্য বলিউডে বরাবরই আলোচনার কেন্দ্রে থেকেছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। অভিনয় দক্ষতা ও ব্যক্তিগত মতামতের কারণে যেমন প্রশংসা পেয়েছেন, তেমনি হয়েছেন সমালোচনার শিকারও। এবার ফিলিস্তিনের পক্ষে অবস্থান নেওয়ায় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে সরব হন স্বরা ভাস্কর। তিনি বলেন, “ইসরায়েল সীমাহীন নৃশংসতা চালাচ্ছে। জোর করে ফিলিস্তিনিদের বাড়িঘর দখল করা, শিশুদের হত্যা, গাজা অবরুদ্ধ করে রাখা, স্কুল-হাসপাতালে বোমা বর্ষণ—এসব মানবাধিকার লঙ্ঘনের চিত্র। এতসব দেখে যদি কেউ এখনও ইসরায়েলের হামলার বিরোধিতা না করেন, তবে তাদের মানবতাবোধ প্রশ্নবিদ্ধ।”

তার এ বক্তব্য বলিউডের আরেক অভিনেত্রী কঙ্গনা রানাউতের বিপরীত অবস্থানের প্রতিক্রিয়ায় আসে। কঙ্গনা ইনস্টাগ্রাম স্টোরিতে ইসরায়েলের পক্ষ নিয়ে একটি পোস্ট দেন, যা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়।

স্বরার এই মন্তব্যের পরপরই ইসরায়েলপন্থী একাংশ সোশ্যাল মিডিয়ায় ক্ষোভে ফেটে পড়ে। কয়েকজন তাকে প্রকাশ্যে প্রাণনাশের হুমকিও দেয় বলে জানা গেছে।

তবে এসব হুমকি কিংবা বিতর্কে পিছপা হননি স্বরা। বরাবরের মতো তিনি নিজ অবস্থানে অনড় থেকেছেন। সামাজিক বিচার ও মানবাধিকার ইস্যুতে বরাবরই সরব এ অভিনেত্রী স্পষ্ট ভাষায় মত প্রকাশে বিশ্বাসী।

আজ ১০ এপ্রিল, অভিনেত্রীর ৩৭তম জন্মদিন। তার জন্মদিনে ভক্তরা যেমন তাকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন, তেমনি মানবিক বিষয়ে তার অবস্থান নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।

উল্লেখ্য, স্বরা ভাস্কর এখন পর্যন্ত দুটি স্ক্রিন অ্যাওয়ার্ড জিতেছেন এবং চারবার ফিল্মফেয়ার পুরস্কারের জন্য মনোনয়ন পেয়েছেন। তার অভিনয়জীবনে যেমন রয়েছে সংবেদনশীল চরিত্রে অনবদ্য অভিনয়, তেমনি সমাজসচেতন এক নাগরিক হিসেবে বরাবরই তুলে ধরেছেন স্পষ্ট বক্তব্য।

আরো পড়ুন