Ridge Bangla

গাংনীতে সড়ক অবরোধ করে ককটেল ফাটিয়ে ডাকাতি, এলাকায় আতঙ্ক

মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা সড়কে সশস্ত্র ডাকাতদল ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পথচারীদের কাছ থেকে টাকা ও মালপত্র লুট করেছে। মঙ্গলবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে এ ঘটনাটি ঘটে। ডাকাতদের এই হামলায় এলাকাজুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, ৭-৮ জনের একটি ডাকাতচক্র তিনটি ককটেল ফাটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর তারা পথচারীদের গতিরোধ করে টাকা ও স্বর্ণালঙ্কারসহ মূল্যবান জিনিস লুট করে নেয়। স্থানীয়দের দাবি, লুট হওয়া টাকার পরিমাণ কয়েক লাখ টাকার মতো হতে পারে।

মহিষাখোলা ও ধানখোলা গ্রামের একাধিক বাসিন্দার কাছ থেকে ৭০০ থেকে ৯ হাজার টাকা পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয়। দিনমজুর আবুল ইসলাম বলেন, “সারাদিন কাজ করে যে ৬০০ টাকা রোজগার করেছিলাম, সেটাও ডাকাতরা নিয়ে গেছে।”

ঘটনার খবর পেয়ে গাংনী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ওসি বনী ইসরাইল জানান, “ডাকাতদের শনাক্ত ও লুট হওয়া মালপত্র উদ্ধারে অভিযান চলছে।”

স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও একই এলাকায় ককটেল বিস্ফোরণের মাধ্যমে ডাকাতির ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনায় রাতে সড়কে চলাচলকারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এলাকাবাসী দ্রুত পুলিশ টহল জোরদার ও অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন