Ridge Bangla

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে ঢাবিতে সাদা দলের মানববন্ধন

ইসরায়েলি হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান গণহত্যা বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এক ঘণ্টাব্যাপী কর্মসূচিতে ‘স্টপ দ্য জেনোসাইড ইন গাজা’ শীর্ষক ব্যানার হাতে নিয়ে অংশ নেন শিক্ষকরা।

মানববন্ধনে সাদা দলের আহ্বায়ক এবং মার্কেটিং বিভাগের অধ্যাপক মোর্শেদ হাসান খান বলেন, “আমরা সবসময়ই ফিলিস্তিনের পক্ষে ছিলাম, আছি এবং থাকব। যদি প্রয়োজন হয়, আমরা যুদ্ধে নাম লেখাতেও প্রস্তুত। গাজায় প্রতিদিন শত শত নারী-পুরুষ-শিশুর লাশ পড়ে থাকছে। এই পরিস্থিতি আর সহ্য করা যায় না। সারা বিশ্বের মানুষকে একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলতে হবে।”

তিনি আরও বলেন, “মানবতা ও ন্যায়বিচারের পক্ষে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আমরা সেই দায়িত্ব পালনে প্রতিজ্ঞাবদ্ধ।” এ সময় সাদা দলের অন্যান্য সদস্যরাও মানববন্ধনে উপস্থিত ছিলেন এবং ফিলিস্তিনের পক্ষে একাত্মতা প্রকাশ করেন।

আরো পড়ুন