Ridge Bangla

পশ্চিমবঙ্গের সিনেমায় বাংলাদেশি গায়ক সৈয়দ অমি

প্রথমবারের মতো টালিউড সিনেমায় প্লেব্যাক করলেন বাংলাদেশি গায়ক সৈয়দ অমি। পশ্চিমবঙ্গের নির্মাতা জিৎ চক্রবর্তী পরিচালিত ‘আড়ি’ সিনেমায় ‘মরুভূমি’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

গানটির কথা ও সুর করেছেন লিংকন রায় চৌধুরী এবং মিউজিক প্রোগ্রামিং করেছেন কেডি। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৫ এপ্রিল। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন টালিউড তারকা যশ দাশগুপ্ত ও নুসরাত জাহান।

টালিউডে নিজের প্রথম গান নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সৈয়দ অমি বলেন, “গত ১৮ মার্চ আমি গানটির ভয়েস পাঠাই, তবে কাউকে কিছু বলিনি। গতকাল বুধবার সিনেমার ট্রেলার প্রকাশিত হওয়ার পর ব্যাকগ্রাউন্ডে আমার কণ্ঠ শুনে নিশ্চিত হই যে গানটি সিনেমায় রাখা হয়েছে। টিমের সবাই গানটি পছন্দ করেছেন—এটা আমার জন্য অনেক বড় আনন্দ।”

উল্লেখ্য, এর আগে ভিউয়ের বিচারে ২০২৪ সালের সেরা ১০ গানের তালিকায় জায়গা করে নিয়েছিল সৈয়দ অমির গান ‘মাতাল’। এছাড়াও আলোচনায় আসে তার ‘দুই চাক্কার সাইকেল’ ও ‘পরি পাইছি রে’ গান দুটি। সর্বশেষ গান ‘বেবি রিলস বানারে, আমি হবো ক্যামেরাম্যান’– সোশ্যাল মিডিয়ায় বেশ প্রশংসিত হয়েছে।

বাংলাদেশি শিল্পীদের জন্য টালিউডের দ্বার উন্মুক্ত হওয়া নিঃসন্দেহে একটি আশাব্যঞ্জক দিক বলে মনে করছেন সংগীত বিশ্লেষকরা।

আরো পড়ুন