বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে যুক্তরাজ্য দিনটি স্মরণ করেছে এবং এই আন্দোলনে প্রাণ হারানোদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে। একইসঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে দেশটি।
ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশন তাদের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বার্তায় জানিয়েছে, “আজ (মঙ্গলবার) বাংলাদেশে ছাত্র-নেতৃত্বাধীন গণআন্দোলনের এক বছর পূর্ণ হলো। আমরা সেই সাহসী মানুষদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। পাশাপাশি আহতদের কথাও আমরা স্মরণ করছি।”
পোস্টে যুক্তরাজ্য বাংলাদেশের প্রতি তাদের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে আরও বলা হয়, “গণতান্ত্রিক, অন্তর্ভুক্তিমূলক এবং সমৃদ্ধ ভবিষ্যতের পথে এগিয়ে যেতে যুক্তরাজ্য অন্তর্বর্তীকালীন সরকার এবং বাংলাদেশের জনগণের পাশে রয়েছে।”
এই বিবৃতিকে একটি তাৎপর্যপূর্ণ কূটনৈতিক বার্তা হিসেবে দেখা হচ্ছে। এতে যেমন গত বছরের ছাত্র-নেতৃত্বাধীন আন্দোলনের প্রতি আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়া গেছে, তেমনি অন্তর্বর্তী প্রশাসনের অধীনে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের প্রতি যুক্তরাজ্যের অটুট সমর্থনও স্পষ্টভাবে উঠে এসেছে।