Ridge Bangla

সিদ্ধার্থের বিশেষ চমকে আবেগে ভাসলেন কিয়ারা

বলিউডের জনপ্রিয় জুটি কিয়ারা আদবানি ও সিদ্ধার্থ মালহোত্রা নতুন জীবনের সুখে রঙিন দিন পার করছেন। সদ্য মা হয়েছেন কিয়ারা। গত ১৫ জুলাই তিনি কন্যাসন্তানের জন্ম দেন। মা হওয়ার পর প্রথম জন্মদিনে স্বামী সিদ্ধার্থের বিশেষ আয়োজনে আবেগে আপ্লুত হয়ে পড়েন এই তারকা।

বৃহস্পতিবার ছিল কিয়ারার ৩৪তম জন্মদিন। নবজাতককে বুকে আগলে নিয়ে পরিবার ও ভালোবাসায় ভরা এই দিনটি হয়ে ওঠে আরও বিশেষ। জন্মদিন উপলক্ষে বলিউডের সহকর্মী ও ভক্তদের শুভেচ্ছায় ভেসেছেন তিনি। যদিও দিনভর জন্মদিন নিয়ে কোনো পোস্ট দেননি, তবে শুক্রবার সকালে ইনস্টাগ্রামে শেয়ার করলেন আবেগঘন বার্তা ও বিশেষ কেকের ছবি।

সাদা রঙের ওই কেকের ওপরে ছিল এক পুতুল, যেখানে এক পরী কোলে নবজাতককে ধরে আছে। সদ্য মা হওয়ায় এমন থিমে কেকের আয়োজন করেছিলেন সিদ্ধার্থ। কেকটি দেখে আপ্লুত হয়ে কিয়ারা ক্যাপশনে লিখেছেন, “আমার জীবনের সেরা জন্মদিন কাটালাম। আমার সন্তান, আমার স্বামী, আমার মা–বাবা ও পরিবারের ভালোবাসায় নিজেকে সত্যিই আশীর্বাদধন্য মনে হচ্ছে।”

তিনি আরও যোগ করেন, “সকল শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ। মা হওয়ার পর এই জন্মদিন আমার জন্য ছিল ভীষণ আবেগঘন ও স্মরণীয়।”

কিয়ারার এই বিশেষ দিন ও সিদ্ধার্থের thoughtful আয়োজন ভক্তদের মনও ছুঁয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় তাদের পরিবারকে ঘিরে শুভেচ্ছা ও ভালোবাসার বন্যা বইছে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন