বাংলাদেশের আলোচিত ও সমালোচিত অভিনেত্রী পরীমণি আবারও সামাজিক মাধ্যমে সরব হয়েছেন তার সন্তানদের নিয়ে চলমান কটাক্ষ ও ট্রোলের বিরুদ্ধে। সম্প্রতি দত্তক বিষয়ক নানা অভিযোগ ও বিদ্রুপের জবাবে ফেসবুকে দীর্ঘ পোস্টে নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
পরীমণি পোস্টে লিখেছেন, “মেয়েটা আমার। কথায় কথায় দত্তক দত্তক বলে এদের কী মজা লাগে, আমি বুঝি না।” তিনি জানান, শোবিজের মানুষ হলেও তার ব্যক্তিগত জীবন ঠিক যেমন সাধারণ মানুষের, তেমনি একেবারে সাদামাটা। “আমি চুলে তেল মেখে রান্না করি, বাচ্চাদের খাওয়াই, শুটিং না থাকলে সব কাজ নিজে করি।”
অভিনেত্রী আরও জানান, অনেকেই তার ব্যক্তিগত জীবনের প্রতি অতিরিক্ত কৌতূহল দেখান এবং তার সন্তানদের নিয়ে নানা নেতিবাচক মন্তব্য করেন। “আমার মেয়ের ছবি বা ভিডিও দেখে অনেকেই ‘দত্তক’ শব্দটি ব্যবহার করে কনটেন্ট বানানোর চেষ্টা করেন, যা আমাকে বিরক্ত করে। আমার মেয়ে কোনো বিজনেস এলিমেন্ট নয়। ইচ্ছে করলে ছবি দেবো, না হলে দেবো না—এটা ভালো করে বুঝে নিন।”
পরীমণি সামাজিক মাধ্যমে এই ট্রোলের প্রতিবাদ করতে গিয়ে হালকা রসিকতার সুরে লিখেছেন, “আমি আমার বাচ্চাদের খালে ফালায়ে দিয়েছি, হিহিহি… খুশি? হ্যাপি ফ্রেন্ডশিপ ডে।”
তবে এই পোস্টের মাধ্যমে পরীমণি শুধু নিজের সন্তানের প্রতি শ্রদ্ধা ও সুরক্ষার দাবি জানাননি, বরং সামাজিক মাধ্যমে তার ওপর এবং তার ব্যক্তিগত জীবনের প্রতি অতিরিক্ত নজরদারি ও কটাক্ষের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ জানিয়েছেন।
পরীমণির এ সতর্ক বার্তা এবং ব্যক্তিগত জীবন নিয়ে এই নতুন বিতর্ক এখনো সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।