প্রায় এক দশক পর টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী গাঙ্গুলী একসঙ্গে হাজির হলেন এক মঞ্চে। উপলক্ষ্য, তাদের অভিনীত বহু প্রতীক্ষিত ছবি ‘ধুমকেতু’র মুক্তি। আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ছবিটি।
মুক্তির আগে সোমবার (৪ আগস্ট) ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির হয়েছিলেন দেব ও শুভশ্রী। সেখানে দুজনকে একে অপরের সঙ্গে খুনসুটি করতে দেখা যায়। ভক্তদের নানা প্রশ্নের উত্তরও দেন তারা। স্বাভাবিকভাবেই অভিনেত্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তীর উপস্থিতি নিয়ে প্রশ্ন ওঠে।
এ প্রসঙ্গে আনন্দবাজারকে রাজ বলেন, “অনুষ্ঠানে থাকতে পারিনি। আমার অনেক মিটিং ছিল। তাছাড়া আমি তো এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই। এটা তো আমার বিয়ে নয় যে আমাকে থাকতেই হবে! ছবির সঙ্গে যারা যুক্ত, তারা উপস্থিত ছিলেন।”
রাজ আরও বলেন, “দেব-শুভশ্রীর পুরোনো বন্ধুত্বের চেয়ে বড় বিষয় হলো এত বছর পর ধুমকেতু’র মুক্তি। ওদের জন্য এটা একটা বড় মুহূর্ত। আমি চাই ছবিটি সফল হোক।”
দেব ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে প্রশ্নের জবাবে রাজ বলেন, “দেবের প্রাক্তন শুভশ্রী এখন আমার স্ত্রী। প্রত্যেক মানুষেরই অতীত আছে। আপনারও থাকতে পারে। সেটা নিয়ে কথা বললে কি ভালো লাগবে? মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয়। এটা অপরাধ নয়, বরং অনেক স্মৃতি ও ইতিবাচক দিক থাকে এর মধ্যে।”
রাজ শেষে বলেন, “শুভশ্রী ও দেবের অতীত সম্পর্কই আজকের অনুষ্ঠানকে এত সুন্দর করেছে। আমি এটাকে সম্মান করি, ঈর্ষা করি না।”