Ridge Bangla

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে চরমপন্থী নেতা নিহত

খুলনার সোনাডাঙ্গায় সন্ত্রাসীদের গুলি ও ধারালো অস্ত্রের আঘাতে শেখ শাহাদাত হোসেন (৪৮) নামের এক চরমপন্থী প্রাণ হারিয়েছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) রাত আটটার দিকে সঙ্গীতা সিনেমা হলের নিচে শফি টায়ারের দোকানে উক্ত হামলার ঘটনাটি ঘটে।

সোনাডাঙ্গা থানার ওসি শফিকুল ইসলাম জানান, আহত অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শাহাদাত এক সময় চরমপন্থী সংগঠনের নেতা ছিলেন এবং প্রায় দুই দশক কারাভোগের পর গত বছর ৫ আগস্ট পরবর্তী সময়ে মুক্তি পান। মুক্তির পর তিনি স্থানীয়ভাবে ব্যবসা শুরু করেছিলেন।

পুলিশ হত্যার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।

আরো পড়ুন