Ridge Bangla

‘সাক্ষী গোপাল’ হতে রাজি নয় বাম জোট, অংশ নেয়নি ‘জুলাই ঘোষণা পত্র’ অনুষ্ঠানে

‘জুলাই ঘোষণাপত্র’ পাঠের অনুষ্ঠানে অংশ নেয়নি বামপন্থী চারটি রাজনৈতিক দল। এই দলগুলো হলো—বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বাসদ (মার্কসবাদী), এবং শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বাম নেতাদের অভিযোগ, ঘোষণাপত্র প্রণয়নের সময় তাদের কোনো মতামত নেওয়া হয়নি। এমনকি ঘোষণাপত্রে কী লেখা আছে, তাও তাদের জানানো হয়নি। তারা বলেন, শুধু আমন্ত্রণ জানালেই হবে না—ঘোষণার বিষয়বস্তুও জানাতে হয়। তাই তারা অনুষ্ঠানটিকে ‘সাক্ষী গোপাল’ হওয়ার মতো পরিস্থিতি মনে করে অংশগ্রহণ থেকে বিরত থেকেছেন।

সিপিবির সাধারণ সম্পাদক এবং বাম জোটের সমন্বয়ক রুহিন হোসেন প্রিন্স বলেন, “জুলাই ঘোষণাপত্র নামে কী হচ্ছে, সেটাই তো স্পষ্ট না। আমাদের দল বা জোটের সঙ্গে কেউ কোনো পরামর্শ করেনি। তাই আমন্ত্রণ পেলেও ‘সাক্ষী গোপাল’ হতে যাইনি।”

তিনি আরও বলেন, “আমাদের অবস্থান স্পষ্ট—এই বছরের মধ্যেই নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই।”

গণঅভ্যুত্থান প্রসঙ্গে রুহিন হোসেন বলেন, “আগস্টের গণঅভ্যুত্থান তো একদিনে হয়নি। এটি ছিল দীর্ঘ আন্দোলনের ফসল। কিন্তু এখন এটিকে হাইজ্যাক করা হচ্ছে। যারা সেই সময় নেতৃত্ব দিয়েছে, তাদের একটি অংশ গণঅভ্যুত্থানকে এখন ক্ষমতা ও টাকার মেশিনে পরিণত করেছে।”

তিনি অভিযোগ করে বলেন, “আন্তর্বর্তীকালীন সরকার নিজেই এখন বিতর্কিত। নিজেরাই আন্দোলনকারীদের মধ্যে বিভক্তি সৃষ্টি করছে।”

এ প্রসঙ্গে বাসদ (মার্কসবাদী)-এর সমন্বয়ক মাসুদ রানা বলেন, “ঘোষণাপত্রের খসড়া আগে পাঠানো হলে হয়তো সিদ্ধান্ত নেওয়া যেত। না জেনে সেখানে গেলে বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হতো। তাই যাইনি।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন