দক্ষিণী সুপারস্টার ধানুশের ব্যক্তিজীবন এখন যেন সিনেমার মতোই রোমাঞ্চকর। ১৮ বছরের দাম্পত্য জীবনের ইতি টেনে সাবেক স্ত্রী ঐশ্বরিয়া রজনীকান্তের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর এবার নতুন প্রেমের গুঞ্জনে শিরোনামে তিনি। আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বলি ও টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুর।
গত বছরের ২৭ নভেম্বর আদালত ধানুশ ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ আবেদন মঞ্জুর করে। এরপর থেকেই একা রয়েছেন ‘রাঞ্ঝনা’ খ্যাত এই অভিনেতা। তবে একা থাকলেও তার জীবন একঘেয়ে নয়। সম্প্রতি ম্রুণালের জন্মদিনের পার্টিতে ধানুশের উপস্থিতি এবং ঘনিষ্ঠ মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে তাদের হাত ধরে কথা বলতে দেখা যায়। এছাড়া ম্রুণালের নতুন ছবি ‘সন অব সরদার ২’-এর বিশেষ প্রদর্শনীতে ধানুশের উপস্থিতি ও উষ্ণ আলিঙ্গন প্রেমের গুঞ্জন আরও জোরদার করেছে।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ধানুশের সঙ্গে ম্রুণালের পরিচয় করিয়ে দেন অভিনেত্রী কৃতি স্যানন। আনন্দ এল রাই পরিচালিত ‘তেরে ইশক ম্যায়’ ছবিতে কৃতির বিপরীতে ধানুশ অভিনয় করলেও, প্রাথমিকভাবে সেই ছবিতে ম্রুণালের থাকার কথা ছিল। যদিও শেষ পর্যন্ত তিনি ছবিটিতে কাজ করেননি, তবুও সম্পর্কের সূত্রপাত হয় তখন থেকেই।
এদিকে ধানুশ কিংবা ম্রুণাল কেউই এই প্রেমের গুঞ্জন নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে একাধিকবার একসঙ্গে দেখা যাওয়া এবং ব্যক্তিগত মুহূর্তের ভিডিও ছড়িয়ে পড়ায় বলিউড ও টলিউডে এখন তাদের নিয়েই আলোচনা তুঙ্গে।
উল্লেখ্য, রজনীকান্তের কন্যা ঐশ্বরিয়ার সঙ্গে ধানুশের বিয়ে হয়েছিল ২০০৪ সালে। এই দম্পতির যাত্রা ও লিঙ্গা নামে দুই সন্তান রয়েছে। একসময় তাদের অভিনীত ‘থ্রি’ ছবির গান ‘কলাভেরি ডি’ দারুণ জনপ্রিয়তা পায়। তবে সময়ের ব্যবধানে তাদের সম্পর্কের ইতি ঘটেছে। এখন দেখার বিষয়, ধানুশ-ম্রুণালের এই গুঞ্জন কী সত্যিকার প্রেমে রূপ নেয়।