জনপ্রিয় পাকিস্তানি সংগীতশিল্পী আইমা বেগ প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন। শুক্রবার (১১ এপ্রিল) রাজধানীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রুল দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের কনসার্ট, যেখানে গান পরিবেশন করবেন তিনি। কনসার্টটি আয়োজন করেছে ইয়ামাহা মিউজিক বাংলাদেশ।
ইয়ামাহার সিনিয়র মার্কেটিং এক্সিকিউটিভ আল শাহরিয়ার সম্রাট জানান, “আমরা সবসময়ই এক্সক্লুসিভ শো আয়োজনের চেষ্টা করি। এখন পর্যন্ত প্রায় ৪৫টির মতো অনুষ্ঠান করেছি। এবারের আয়োজন আমাদের বিশেষ আমন্ত্রিত অতিথিদের জন্য বিশেষভাবে পরিকল্পিত।”
আইমা বেগ তার সুরেলা কণ্ঠ ও স্টাইলিশ পারফরম্যান্সের জন্য পাকিস্তানসহ উপমহাদেশজুড়ে জনপ্রিয়তা অর্জন করেছেন। তাঁর গাওয়া জনপ্রিয় গানের মধ্যে রয়েছে— ‘দোলা’, ‘প্যায়ার হুয়া থা’, ‘বাজি’, ‘ওয়াশমাল্লাই’, ‘বানওয়ার’, ‘কাফ কাঙ্গনা’, ‘মালাং’, ‘চান ভি’, এবং ‘সাত দিন মোহাব্বত ইন’।
পাকিস্তানি সিনেমা ‘লাহোর সে আগি’ তে গান গেয়ে মূলধারায় জনপ্রিয়তা পান তিনি। পরে কোক স্টুডিও পাকিস্তানের তিনটি মৌসুমে অংশ নিয়ে প্রশংসিত হন। ২০২3 সালে আলী জাফরের সঙ্গে ‘খুল কে খেল’ থিম সংয়ে কণ্ঠ দিয়ে আরও আলোচনায় আসেন।
একই দিনে ‘মেলোডি আনলিশড’ নামের অপর একটি কনসার্টে অংশ নেওয়ার কথা রয়েছে পাকিস্তানের আরেক জনপ্রিয় গায়ক মুস্তাফা জাহিদেরও। এই আয়োজনকে কেন্দ্র করে সংগীতপ্রেমীদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।