Ridge Bangla

ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি

নির্বাচন কমিশন (ইসি) আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে দেওয়া ভাষণে জাতীয় নির্বাচনের সময়সূচি ঘোষণা করার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা তাঁর ভাষণে বলেন, ‘‘আমাদের সর্বশেষ দায়িত্ব হলো নির্বাচন আয়োজন। আজকের এই মহান দিবসে বক্তব্য দেওয়ার মধ্য দিয়েই আমরা নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তরের গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করব। আমি নির্বাচন কমিশনকে চিঠি দেব, যাতে আগামী রমজানের আগে অর্থাৎ ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়।’’

এরপর প্রতিক্রিয়ায় আব্দুর রহমানেল মাসুদ বলেন, ‘‘ইসি নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত। ভোটের দিন থেকে সাধারণত ৫০ থেকে ৬০ দিন আগে নির্বাচন তফসিল ঘোষণা করা হয়। সে হিসাবে এ বছরের ডিসেম্বর মাসেই তফসিল ঘোষণা হতে পারে।’’

তিনি আরও বলেন, নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে কমিশন ইতোমধ্যেই প্রয়োজনীয় প্রস্তুতি নিচ্ছে। ভোটার তালিকা হালনাগাদ, প্রবাসী ভোটারদের অন্তর্ভুক্তি এবং প্রযুক্তিনির্ভর স্বচ্ছ ভোটগ্রহণের জন্য প্রাথমিক কাজ শেষ পর্যায়ে রয়েছে।

নির্বাচন কমিশনার আশা প্রকাশ করেন, এবারকার নির্বাচন ইতিহাসের অন্যতম সেরা ও উৎসবমুখর হবে।

আরো পড়ুন