Ridge Bangla

আজ রাতে রাজধানীসহ ১১ জেলায় বজ্রসহ ঝড়ের পূর্বাভাস

আজ বৃহস্পতিবার (১০ এপ্রিল) রাতের মধ্যে দেশের অন্তত ১১টি অঞ্চলে ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যা ৬টা থেকে রাত ১টা পর্যন্ত সময়ে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, যশোর, ফরিদপুর, চট্টগ্রাম ও সিলেট জেলায় অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

ঝড়ের সম্ভাব্যতা বিবেচনায় এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, আবহাওয়ার এই ধরনের আচরণ এপ্রিল মাসে স্বাভাবিক, তবে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।

আরো পড়ুন