Ridge Bangla

পূর্বাচল প্লট কেলেঙ্কারি, শেখ হাসিনাসহ ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

রাজধানী ঢাকার পূর্বাচলে নতুন শহর প্রকল্পে জমি বরাদ্দ নিয়ে দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং কন্যা সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ২৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত।

৩১ জুলাই (বৃহস্পতিবার) ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই আদেশ দেন। মামলাটির সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ১১ আগস্ট দিন ধার্য করা হয়েছে।

দুদক চলতি বছরের ১২, ১৩ ও ১৪ জানুয়ারি পৃথক ছয়টি মামলায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে পূর্বাচল প্রকল্পে জমি বরাদ্দের ক্ষেত্রে জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির অভিযোগ আনে। প্রতিটি মামলায় পৃথক আসামিদের যুক্ত করা হয়। পরে ২৫ মার্চ সংস্থাটি অভিযোগপত্র জমা দেয়, যেখানে সবাইকে পলাতক হিসেবে উল্লেখ করা হয়।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, আসামিরা আদালতে উপস্থিত না থাকায় তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, তাঁর মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক রূপন্তী এবং রাদওয়ান মুজিব সিদ্দিক ববি। এছাড়া গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এবং রাজউকের একাধিক সাবেক ও বর্তমান কর্মকর্তা, প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব সালাউদ্দিন এবং সাবেক প্রতিমন্ত্রী শরীফ আহমেদও এই মামলার আসামি।

তালিকাভুক্ত সরকারি কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—

  • গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার

  • অতিরিক্ত সচিব কাজী ওয়াছি উদ্দিন

  • প্রশাসনিক কর্মকর্তা সাইফুল ইসলাম সরকার

  • সহকারী সচিব পূরবী গোলদার

  • রাজউকের সাবেক চেয়ারম্যান আনিছুর রহমান মিঞা

  • রাজউকের অন্যান্য সাবেক সদস্য ও পরিচালকগণ

মামলার অভিযোগে বলা হয়, আসামিরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে নিজেদের ও স্বজনদের নামে পূর্বাচলে ৬০ কাঠা জমি বরাদ্দ নেন, যা সরকারি বিধি লঙ্ঘনের পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদের অপচয়ের শামিল।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন