ডিপ ফেক ভিডিও ও এআই-এডিট করা ছবি নিয়ে বিড়ম্বনায় পড়ছেন দেশের শোবিজ তারকারা। এ বিষয়ে সচেতনতা বাড়াতে মুখ খুলেছেন জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে সাদিয়া লিখেছেন, কিছু পেজ সেলিব্রিটিদের এআই দিয়ে এডিট করা ছবি ও ভিডিও তৈরি করে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছে। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, “মনে হয় আমার ছবি বানিয়ে ছড়াতে তাদের বেশি আনন্দ হয়। হয়তো এটাই তাদের রুটি-রুজি। কিন্তু এতে তাদের সস্তা মানসিকতাই প্রকাশ পায়।”
অভিনেত্রী আরও লেখেন, “২০২৫ সালেও মানুষ এখনো এআই চিনতে পারে না! ভুয়া ছবি বা ভিডিওকে সত্যি ভেবে মন্তব্য করছে!”
ভক্তদের উদ্দেশে তিনি বলেন, “দয়া করে এসব এআই-এডিটেড ছবি বা ভিডিওকে সত্যি ভেবে বিশ্বাস করবেন না। যদি এমন কোনো ছবি বা ভিডিও দেখেন, রিপোর্ট করে পেজটি ব্লক করে দিন। আমি বিষয়টি সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞদের হাতে তুলে দেব।”
সাদিয়ার এই বক্তব্য শোবিজ অঙ্গনে সেলিব্রিটিদের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা ও ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।