Ridge Bangla

ডিএনসিসির শিক্ষাবৃত্তি পাচ্ছে ২ হাজার মেধাবী ও দরিদ্র শিক্ষার্থী

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ২০২৫-২৬ অর্থবছরের বাজেট থেকে ২ হাজার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) গুলশান নগর ভবনের সভাকক্ষে ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজের সভাপতিত্বে অনুষ্ঠিত ৮ম করপোরেশন সভায় এই সিদ্ধান্ত অনুমোদন করা হয়।

ডিএনসিসি প্রশাসক জানান, “আগে মাত্র ৯০০ শিক্ষার্থীকে এই বৃত্তি দেওয়া হতো। দীর্ঘদিন বন্ধ থাকার পর আমরা আবার এ কার্যক্রম চালু করছি। এখন থেকে ১ম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ২ হাজার শিক্ষার্থী মাসিক সর্বোচ্চ ২ হাজার টাকা করে বৃত্তি পাবে।”

তিনি আরও বলেন, এবার বৃত্তির শ্রেণিভিত্তিক ক্যাটাগরি ও পরিমাণ নতুনভাবে পুনর্বিন্যাস করা হয়েছে। শিক্ষার্থীরা চারটি স্তরে বিভক্ত হয়ে বৃত্তির সুবিধা পাবে—প্রথম থেকে পঞ্চম, ষষ্ঠ থেকে অষ্টম, নবম থেকে দশম এবং একাদশ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত।

সভায় ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করা ছাত্র-জনতার স্মরণে ‘স্ট্রিট মেমোরি স্টাম্প’ স্থাপনের সিদ্ধান্তও গৃহীত হয়। শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং ইতিহাস সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে এ উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

এছাড়া উত্তরা ৪ নম্বর সেক্টর কবরস্থান, মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থান এবং রায়েরবাজার বধ্যভূমি স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে অবস্থিত ‘জুলাই শহীদ’দের ১৩টি কবর বাঁধাই করে স্থায়ীভাবে সংরক্ষণের সিদ্ধান্ত সভায় অনুমোদিত হয়।

সভায় নগরের বিভিন্ন পার্ক ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে রয়েছে গুলশান ইয়ুথ ক্লাবের সঙ্গে শহীদ তাজউদ্দীন আহমেদ স্মৃতি পার্কের যৌথ ব্যবস্থাপনা পুনরায় বহাল করা। বিচারপতি শাহাবুদ্দীন আহমেদ পার্ক এবং ডা. ফজলে রাব্বি পার্কের দায়িত্ব দেওয়া হয়েছে গুলশান সোসাইটিকে। বনানী চেয়ারম্যান বাড়ি পার্কের রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে বনানী স্পোর্টস এরিনাকে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট চুক্তিগুলোও সভায় অনুমোদন পেয়েছে।

এই পোস্টটি পাঠ হয়েছে: ১০

আরো পড়ুন