দেশে চলমান রাজনৈতিক অস্থিরতা এবং ভবিষ্যতে পরিস্থিতির অবনমনের আশঙ্কায় সারাদেশে পুলিশের সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশের বিশেষ শাখা (এসবি) থেকে দেশের সব ইউনিটে জরুরি সতর্ক বার্তা পাঠানো হয়েছে। ২৯ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়কে “সংবেদনশীল” হিসেবে চিহ্নিত করে নির্দেশ দেওয়া হয়েছে নজরদারি ও অভিযানের।
এসবি’র বার্তায় উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো পরিকল্পিতভাবে দেশজুড়ে সহিংসতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে, তারা অনলাইন ও অফলাইনে উসকানিমূলক প্রচারণা, রাষ্ট্রীয় ও বেসরকারি স্থাপনায় হামলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করতে পারে।
সোমবার (২৮ জুলাই) এসবি’র রাজনৈতিক উইংয়ের ডিআইজি স্বাক্ষরিত চিঠিতে দেশের সব মহানগর ও জেলার পুলিশ কর্মকর্তাদের এ সতর্ক বার্তা পাঠানো হয়।
চিঠিতে আরও বলা হয়, জুলাইয়ের শেষ সপ্তাহ ও আগস্টের প্রথম সপ্তাহে গণ-অভ্যুত্থানপন্থী সংগঠনগুলো ফ্যাসিবাদবিরোধী নানা কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচিকে কেন্দ্র করে পতিত আওয়ামী লীগ এবং তাদের সংগঠনগুলো নাশকতা বা অন্তর্ঘাত চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ফলে মাঠপর্যায়ের পুলিশ ইউনিটগুলোকে নিম্নোক্ত কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে—
-
সম্ভাব্য ঝুঁকিপূর্ণ ব্যক্তি ও যানবাহনের ওপর নজরদারি
-
গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি স্থাপনায় নিরাপত্তা বৃদ্ধি
-
সাইবার গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি
-
মোবাইল টহল ও চেকপোস্ট কার্যক্রম জোরদার
-
রেলস্টেশন, বাস টার্মিনাল, লঞ্চঘাট ও বিমানবন্দরে বিশেষ নজরদারি
-
সন্দেহভাজন ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান
এসবি আরও জানিয়েছে, আওয়ামী লীগের বেশিরভাগ সদস্য সরাসরি মাঠে না থাকলেও সামাজিক মাধ্যমে সক্রিয়। তারা ফেসবুক, টেলিগ্রাম, ইউটিউবসহ অন্যান্য মাধ্যমে গোপনে প্রচারণা চালিয়ে জনমনে ভীতির সৃষ্টি করছে।
এদিকে, অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র রুখতে সরকার কঠোর অবস্থানে রয়েছে। দেশ-বিদেশ থেকে যারা সংঘবদ্ধ হয়ে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
পুলিশ সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সীমার মধ্যে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সারা দেশে অভিযান চালিয়ে যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হবে।