ভারত থেকে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবিরোধী ষড়যন্ত্র করছেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, “আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। শপথ নিতে হবে, ফ্যাসিস্ট হাসিনা ও তার লোকজন যেন আর কখনো দেশকে ধ্বংস করতে না পারে।”
রোববার (৩ আগস্ট) রাজধানীর শাহবাগে জাতীয়তাবাদী ছাত্রদলের এক সমাবেশে এসব মন্তব্য করেন তিনি।
ফখরুল বলেন, “আমাদের সামনে একটাই লড়াই—গণতন্ত্র প্রতিষ্ঠা করা। দেশের মানুষ অধীর আগ্রহে নির্বাচনের জন্য অপেক্ষা করছে। তার আগেই তারা অপেক্ষা করছে তারেক রহমানের দেশে ফেরার।”
তিনি সমাবেশে অতীতের আন্দোলন ও ত্যাগের কথা স্মরণ করে বলেন, “আজকের দিনটি আনন্দেরও, আবার কষ্টেরও। এক বছর আগে এই দিনেই আমরা বহু ছাত্র ভাই-বোনকে হারিয়েছি। শুধু এই ৩৬ দিন নয়, এর আগেও বহু প্রাণের ত্যাগ রয়েছে। সেই ত্যাগের উদ্দেশ্য ছিল একটাই—গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা।”
তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শেখ হাসিনা ভারত থেকে যেভাবে ষড়যন্ত্র করছে, তা রুখে দিতে হবে।”
ছাত্রদলসহ বিএনপির সব নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, “আজ নতুন করে প্রতিজ্ঞা করার দিন। দেশের মানুষ মুক্তি চায়, গণতন্ত্র চায়। আমরা সবাই ঐক্যবদ্ধ হলে অচিরেই গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারব।”