বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো, যাকে ভক্তরা ‘সিআর সেভেন’ নামে চেনেন, এবার নাম লিখিয়েছেন সিনেমা দুনিয়ায়। তবে রূপালি পর্দায় অভিনয় করতে নয়, বরং প্রযোজক হিসেবে হলিউডে যাত্রা শুরু করছেন এই ফুটবল কিংবদন্তি।
এ লক্ষ্যে রোনালদো গড়ে তুলেছেন একটি প্রযোজনা প্রতিষ্ঠান, যার নাম ‘ইউআর-মারভ’। এই প্রকল্পে তার সঙ্গে যৌথভাবে কাজ করছেন জনপ্রিয় হলিউড পরিচালক ও প্রযোজক ম্যাথিউ ভন। ‘ঐতিহ্যের সঙ্গে তাল মিলিয়ে উদ্ভাবনী প্রযুক্তি গ্রহণ’—এই নীতিকে সামনে রেখে প্রতিষ্ঠানটি কাজ শুরু করেছে।
ইতোমধ্যে ‘ইউআর-মারভ’ থেকে দুটি অ্যাকশনধর্মী সিনেমা নির্মিত হয়েছে, যেগুলোর অর্থায়নেও যুক্ত ছিলেন রোনালদো। চলমান রয়েছে তৃতীয় একটি সিনেমার কাজ। ধারণা করা হচ্ছে, এটি হবে একটি সিরিজের প্রথম কিস্তি। সিনেমাটির নাম ও বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।
ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, “এটি আমার জীবনের এক নতুন ও রোমাঞ্চকর অধ্যায়। আমি ব্যবসায় নতুন উদ্যোগ নেওয়ার জন্য খুবই উচ্ছ্বসিত।”
রোনালদো শুধু বিনিয়োগকারী হিসেবেই নন, সিনেমার গল্প ভাবনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। এ প্রসঙ্গে পরিচালক ম্যাথিউ ভন বলেন, “ক্রিশ্চিয়ানো এমন একটি গল্প তৈরি করেছেন, যা আমি কখনও ভাবতে পারতাম না। আমি তার সঙ্গে অনুপ্রেরণামূলক একটি সিনেমা নির্মাণের জন্য মুখিয়ে আছি। তিনি একজন বাস্তব জীবনের সুপারহিরো।”
এই উদ্যোগের মাধ্যমে ক্রীড়া জগতের বাইরে রোনালদোর সৃজনশীল ও ব্যবসায়িক দক্ষতার নতুন অধ্যায় শুরু হলো।