বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী ম্রুনাল ঠাকুর গতকাল (২ আগস্ট) উদযাপন করলেন তার ৩৪তম জন্মদিন। ‘সুপার ৩০’, ‘সীতা রামাম’ ও ‘জার্সি’সহ একাধিক সফল ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়ানো এই অভিনেত্রী জন্মদিনে পেয়েছেন পরিবার, বন্ধু ও ভক্তদের আন্তরিক ভালোবাসা। তবে ম্রুনাল নিজেও জন্মদিন উপলক্ষে তার ভক্তদের জন্য দুটি বিশেষ উপহার দিয়েছেন।
ম্রুনালের প্রথম উপহার হলো তার নতুন ছবি ‘সন অফ সর্দার ২’। এটি ২০১২ সালের সুপারহিট ‘সন অফ সর্দার’ ছবির সিক্যুয়াল। ছবিটি গতকাল মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়ার মুখে পড়েছে। কেউ ছবিটির প্রশংসা করেছেন, আবার কেউ অসন্তোষ প্রকাশ করেছেন। ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনেই ছবিটি প্রায় ছয় কোটি রুপি আয় করেছে, যা আগের ছবির প্রথম দিনের আয়ের তুলনায় প্রায় চার কোটি রুপি কম। দর্শক সমাগম ও অগ্রিম টিকিট বিক্রি নিয়ে কিছুটা অস্বস্তি থাকলেও ছবিটির প্রতি দর্শকদের আগ্রহ অব্যাহত রয়েছে।
ম্রুনালের দ্বিতীয় উপহার এসেছে একটি ফার্স্টলুক পোস্টারের মাধ্যমে। শানিল ডিও পরিচালিত নতুন ছবি ‘ডাকাত’-এর পোস্টারে দেখা গেছে ম্রুনালকে হাতে পিস্তল ধরে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থাকতে। এই ছবিতে তার চরিত্রের নাম জুলিয়েট—যা শেক্সপিয়রের ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’ থেকে অনুপ্রাণিত হলেও, ‘ডাকাত’-এর জুলিয়েটের মধ্যে রয়েছে সাহস, শক্তি ও রহস্যের মিশ্রণ। পোস্টারে লেখা ছিল, “দেখতে মিষ্টি ও সহজ মনে হলেও ভেতর থেকে সে বিস্ফোরক। ‘ডাকাত’ টিমের পক্ষ থেকে জুলিয়েট তথা ম্রুনালকে জন্মদিনের শুভেচ্ছা।”
‘ডাকাত’-এ ম্রুনালের সঙ্গে অভিনয় করেছেন আদিবি শেষ, অনুরাগ কাশ্যপসহ আরও অনেকে। ছবিটি বড়দিন উপলক্ষে হিন্দি ও তেলুগু ভাষায় মুক্তি পাবে।
ম্রুনালের জন্মদিনে এই দুটি উপহার তার ভক্তদের জন্য যেমন চমক, তেমনি তার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।