‘কিং অব পপ’ মাইকেল জ্যাকসনের ১৯৯৭ সালের একটি কনসার্টে পরা স্ফটিক অলঙ্কৃত মোজার জোড়া সম্প্রতি ফ্রান্সে আয়োজিত এক নিলামে ৮ হাজার ডলারে (প্রায় ১০ লাখ টাকা) বিক্রি হয়েছে। বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত ওই নিলামে এই মোজাটি বিক্রি হয়, যা জ্যাকসনের ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।
নিলাম আয়োজকরা এই মোজাকে ‘একটি সাংস্কৃতিক প্রতীক’ এবং জ্যাকসনের ভক্তদের জন্য ‘পুজ্য বস্তু’ হিসেবে বর্ণনা করেছেন। জানা যায়, ‘হিস্টোরি ওয়ার্ল্ড ট্যুর’-এর নিং শহরের কনসার্টের পর মাইকেলের ড্রেসিং রুমের পাশে পরিত্যক্ত অবস্থায় মোজাটি একটি টেকনিশিয়ান খুঁজে পান। এটি ছিল অফ-হোয়াইট রঙের এবং স্ফটিক খচিত। এমনকি জ্যাকসনের বিখ্যাত ‘বিলি জিন’ পারফরম্যান্স ভিডিওতেও এই মোজাটি দেখা গেছে।
দীর্ঘ সময় পেরিয়ে যাওয়ায় মোজাটিতে দাগ ও বয়সের ছাপ পড়েছে, যা নিলামের ওয়েবসাইটে প্রকাশিত ছবিতেও স্পষ্টভাবে দেখা গেছে। যদিও প্রাথমিকভাবে মোজাটির মূল্য ৩ হাজার থেকে ৪ হাজার ইউরোর মধ্যে ধরা হয়েছিল, শেষ পর্যন্ত এটি ৭ হাজার ৬৮৮ ইউরোতে (প্রায় ৮ হাজার ৮২২ ডলার) বিক্রি হয়।
এর আগেও মাইকেল জ্যাকসনের ব্যক্তিগত সংগ্রহ থেকে নানা মূল্যবান স্মারক উচ্চমূল্যে বিক্রি হয়েছে। ২০০৯ সালে তার প্রথম ‘মুনওয়াক’ পারফরম্যান্সে ব্যবহৃত ঝকঝকে গ্লাভস নিলামে ৩ লাখ ৫০ হাজার ডলারে বিক্রি হয়েছিল। ২০২৩ সালে প্যারিসে তার ব্যবহৃত একটি হ্যাট বিক্রি হয়েছিল ৮০ হাজার ডলারের বেশি দামে।
২০০৯ সালে মাত্র ৫০ বছর বয়সে মৃত্যুবরণ করেন মাইকেল জ্যাকসন। তবে মৃত্যুর এত বছর পরও তার জনপ্রিয়তা ও প্রভাব আজও অম্লান। এই নিলামই প্রমাণ করে পপ সংস্কৃতিতে তিনি কতটা স্থায়ী ছাপ রেখে গেছেন।