অপেক্ষিত বাংলা সিনেমা ‘ধুমকেতু’ মুক্তির আগেই আলোচনায় এসেছে একটি নতুন গানের মাধ্যমে। গানের শিরোনাম ‘হবে না দেখা’, যেখানে টালিউড সুপারস্টার দেব একেবারে নতুন লুকে হাজির হয়েছেন। সাদা চুলে বৃদ্ধ রূপে তার আবির্ভাব দর্শকদের মধ্যে তোলপাড় সৃষ্টি করেছে।
আজ (১ আগস্ট) দুপুরে সারেগামা বেঙ্গলি ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় গানটি। অনুপম রায়ের লেখা ও সুরে গানটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ইশান মিত্র। কৌশিক গাঙ্গুলির কাহিনি ও সংলাপে নির্মিত ‘ধুমকেতু’র এই হৃদয়স্পর্শী গানটি ব্যর্থ প্রেমের বেদনা ও গভীর আবেগ ফুটিয়ে তুলেছে।
গানের ভিডিওতে দেখা যায়, দেব পুরনো স্মৃতিতে ভেসে যাচ্ছেন, চোখে জল নিয়ে স্ত্রীর স্মৃতিচারণ করছেন। সেই আবেগময় মুহূর্তে হাজির হন শুভশ্রী গাঙ্গুলিও, যিনি অতীতকে মনে করে আবেগাপ্লুত হয়ে পড়েন।
রানা সরকার প্রযোজিত ‘ধুমকেতু’র মূল গল্প একটি বিরহী প্রেমের উপাখ্যান। দেব ও শুভশ্রী গাঙ্গুলির অভিনয় এতে দর্শকদের নজর কাড়বে বলেই আশা করা হচ্ছে। উল্লেখযোগ্যভাবে, ২০১৩ সালে শুটিং শেষ হওয়া ছবিটি দীর্ঘ ৯ বছর পর অবশেষে ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।
দেব ও শুভশ্রীর ব্যক্তিগত জীবনে অতীতের প্রেম ও বন্ধুত্বের গুঞ্জনও ‘ধুমকেতু’র প্রতি দর্শকদের আগ্রহ বাড়িয়ে তুলেছে। এই দুই তারকার যুগল অভিনয় দেখতে ভক্তরা বহুদিন ধরে অপেক্ষা করছিলেন। নতুন গানটির প্রকাশ সিনেমাটিকে নিয়ে উন্মাদনা আরও বাড়িয়ে দিয়েছে।
দীর্ঘ প্রতীক্ষার পর এবার দর্শকরা দেখতে পাবেন এক হারানো ভালোবাসার গল্প, যেখানে দেবের নতুন রূপ ও শুভশ্রীর আবেগ মিলিয়ে তৈরি হয়েছে এক হৃদয়ছোঁয়া সিনেমা।